রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা খুব পরিস্কার করে বলেছি, বার বার বলেছি, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না।’

আজ শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ কথা বলেন। এই অনুষ্ঠানে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

গত ২১ জুন বিএনপি ১১ সদস্যের মিডিয়া সেল গঠন করে। এই মিডিয়া সেলে আয়োজনে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠান এবং পরে সাংবাদিক সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

নবগঠিত মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরীর এ্যানির পরিচালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, মিডিয়া সেলের সদস্য শাম্মী আখতার, রুমিন ফারহানা, কাদের গনি চৌধুরী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আতিকুর রহমান রুমন, শায়রুল কবির খান, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, চেয়ারপারসনের কার্যালয়ের এবিএম আবদুস সাত্তার, রিয়াজ উদ্দিন নসু, কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে দারিদ্র্যতা বাড়ছে, আমরা দেখছি বিদ্যুতের কী অবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা কিভাবে ধবংস হয়ে পড়েছে। আমাদের অর্থনীতি, ব্যাংকিং সিষ্টেম ধবংস হয়ে পড়েছে। এই যে সামগ্রিক একটা ধ্বংসের দিকে যাত্রা, সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, সামগ্রিকভাবে জনগনের আশা ধবংস করে দেওয়া। এই বিষয়গুলো কিন্তু আজকে জনগনের সামনে প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজকে আমাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে, শুধু রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠি বা ব্যক্তি হিসেবে নয় সকল শ্রেনীর মানুষ এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আজকে তাদেরকে এই জবাবটা চাইতে হবে ‘

মির্জা ফখরুল বলেন, এখন যে সরকার আছে তার জবাবদিহিতার কোনো জায়গা নেই। কারণ তারা নির্বাচিত নয়। তারা নির্বাচনী ব্যবস্থাকে ধবংস করার ফলে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। তাদের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে এবং তাদের লক্ষ্য একদলীয় শাসন ব্যবস্থাকে পোক্ত করতে আবারও আরেকটা নির্বাচন একই কায়দায় করতে চায় তারা।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব পরিস্কার বলেছেন, নির্বাচনে যদি আমরা জয়ী হয়ে আসতে পারি তাহলে আন্দোলনে-সংগ্রামে অংশগ্রহনকারী দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। সেই জাতীয় সরকার জনগনের আশা পূরন করার জন্য সকল সমস্যাগুলো চিহ্নিত করে এগিয়ে যাবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’

বিএনপি নেতা ইশরাক কারাগারে

ভারত গিয়ে লাপাত্তা ঝিনাইদহ-৪ আসনের এমপি

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের তিন সদস্য নিহত

গবেষণা প্রতিবেদন: ৪৬ শতাংশ মানুষ চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে

কালশীতে পুলিশ বক্সে আগুন দিলেন অটোরিকশাচালকরা

নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৭

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

হাতে লাঠি নিয়ে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

এক প্যান্ডেলেই ১০০ তরুণ-তরুণীর বিয়ে

হজ পালনে সৌদি গেছেন ২৮ হাজারের বেশি বাংলাদেশি

ব্যাটারিচালিত রিকশা বন্ধে বিআরটিএর নতুন নির্দেশনা