শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মারা যাননি বেলমোখতার, দাবি আনসার আল শারিয়াহর

news-image

আন্তর্জাতিক ডেস্কসম্প্রতি আলজেরীয় সশস্ত্র দল আল মুরাবিতুনের নেতা মোখতার বেল মোখতারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। কিন্তু লিবীয় ইসলামি সশস্ত্র গোষ্ঠী আনসার আল শারিয়াহ এ সংবাদ নাকচ করে দেয়। মোখতার বেলমোখতার খালেদ আবু আল আব্বাস নামেও পরিচিত। তাকে লাউয়ার নামেও ডাকা হয়।

লিবীয় সরকার রোববার জানায়, মোখতার আলজেরীয় গ্যাসক্ষেত্রে মার্কিন সামরিক অভিযান পরিচালনায় নিহত হন। মোখতারের সশস্ত্র দল আলজেরিয়াসহ উত্তর আফ্রিকায় দীর্ঘদিন যাবৎ দখলদার তৎপরতা চালিয়ে আসছে। মোখতার বিগত দিনগুলোয় আল-কায়েদার সঙ্গে যুক্ত ছিলেন।

আনসার আল শরীয়াহ সম্প্রতি টুইটারের অ্যাকাউন্ট থেকে আলজেরিয়া হামলায় নিহত সাতজনের একটি তালিকা প্রকাশ করে। এ তালিকায় মোখতার বেলমোখতারের নাম অনুপস্থিত। সংগঠনটি জানায় তারা নিহতদের নায়কোচিত সম্মান দিচ্ছে এবং নিশ্চিত করছে, এ তালিকার বাইরে কেউ নিহত হননি।

ব্রিটন বার্তাসংস্থা রয়টার্স এ সংবাদ প্রকাশ করেছে। তবে টুইটার অ্যাকাউন্ট যে আনসার আল শারিয়াহর, এটির সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা যায়নি। এদিকে মার্কিন সরকারও মোখতার বেলমোখতারের মৃত্যু নিশ্চিতকারী কোনো মন্তব্য করেনি। যে কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।