রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিশোধের ম্যাচে নেইমারকে নিয়ে সতর্ক কলম্বিয়া

ছবি: সংগৃহীতঢাকা: কোপা আমেরিকার আসরে নিজেদের পরের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে কলম্বিয়া। এ ম্যাচের আগে দলটির সেরা তারকা জেমস রদ্রিগেজ ব্রাজিল অধিনায়ক নেইমারকে ‘অবিশ্বাস্য স্তরের ফুটবলার’ বলে প্রশংসা করলেও জানালেন, পরের ম্যাচে নেইমার বাহিনীকে রুখে দিতে তারা প্রস্তুত।

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে ট্রেবল জিতে কোপা আমেরিকার মিশনে নেমেছেন ব্রাজিল অধিনায়ক। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেরুকে হারিয়ে জয় পেয়েছে নেইমারের ব্রাজিল। গোল পেয়েছেন নেইমারও। বার্সার এ তারকাকে সেলেকাওদের সেরা তারকা বলে জানান রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রদ্রিগেজ।

সেলেকাওদের দলপতি প্রসঙ্গে ব্রাজিল বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা রদ্রিগেজ বলেন, নেইমারের খেলার ধরন অবিশ্বাস্য। সে অন্য স্তরের ফুটবলার। আমাদের আসর থেকে ছিটকে দিতে নেইমার ম্যাচের গতিপথ পাল্টে দিতে সক্ষম। তারা কলম্বিয়াকে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করতে চায়। তবে, আমরা নেইমারের দলটিকে রুখে দিতে প্রস্তুত রয়েছি। 

নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে হেরেছে রদ্রিগেজের কলম্বিয়া। কোপা আমেরিকার মিশনে পরাজয় নিয়ে শুরু করা রিয়াল তারকা যোগ করেন, ফুটবলে সবসময় ভালো ও খারাপ সময় থাকে। আপনি একটি ম্যাচে ভালো খেলে জিততেও পারেন আবার হেরেও যেতে পারেন। আমরা নিজেদের সেরা গতি দিয়েই খেলা চালিয়ে যাব। পরের ম্যাচেও আমাদের একই মানসিকতা থাকবে। ব্রাজিলের বিপক্ষে জয়ের জন্য প্রস্তুত আমরা।

শুধু ম্যাচ জয়ের পরই সমর্থকদের পাশে চান না রদ্রিগেজ। কোনো ম্যাচে হেরে গেলেও সমানভাবে সমর্থকদের নিজেদের পাশে চান জানান রিয়াল তারকা।

গত বিশ্বকাপের আসরে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয় কলম্বিয়া। বিশ্বকাপের পর মেগা এ ইভেন্টে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিতে চায় তারা। সেই সঙ্গে টুর্নামেন্টে টিকে থাকতে নেইমার বাহিনীকে হারাতে প্রস্তুত রদ্রিগেজের কলম্বিয়া। ‘সি’ গ্রুপে থাকা এ দুই দল ১৮ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় মাঠে নামবে।

  ১৬ জুন ২০১৫

 

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল

যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামে চলছে ৪৮ ঘণ্টার ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা

অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, স্কুল বন্ধ বা অনলাইনে ক্লাস দাবি

বাবর-শাহিনে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির ২ সন্ত্রাসী নিহত

আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

তীব্র গরমে মাদরাসাশিক্ষকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাফেলোতে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশি নিহত