শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিনদিনের ব্যবধানে ৪ সাহিত্যিকের বিদায়

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরের সাহিত্যাঙ্গন থেকে চলতি সপ্তাহে তিন দিনে আঞ্চলিক ভাষার অভিধান প্রণেতা মতিউর রহমান বসনীয়া কাব্যনিধিসহ ৪ সাহিত্যিক চির বিদায় নিলেন। এই সাহিত্যিকদের চির বিদায়ে শোকাহত সাহিত্যাঙ্গন। সোমবার সকালে নগরীর সেনপাড়ার বাসিন্দা কবি তাসমিন আফরোজ সোমবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ খবর ছড়িয়ে পরলে শোকাহত হয়ে পড়েন রংপুরের সাহিত্যকর্মীরা।

কবি তাসমিন আফরোজের মরদেহ ঢাকা থেকে রংপুরে নিয়ে আসা হচ্ছে, সেদিন সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর রাধাবল্লভের নিজ বাসায় মারা যান রংপুরের আরও এক প্রবীণ সাহিত্যিক আঞ্চলিক ভাষার অভিধান প্রণেতা মতিউর রহমান বসনীয়া কাব্যনিধি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

মঙ্গলবার সকালে কবি তাসমিন আফরোজের নামাজের জানাযা ও দাফনকার্য শেষে মুনসিপাড়া কবরস্থানে দাফন করা হয়। এদিকে ওইদিন বাদ জোহর কালেক্টরেট ঈদগাহ মাঠে আঞ্চলিক ভাষার অভিধান প্রণেতা মতিউর রহমান বসনীয়া কাব্যনিধির জানাযা শেষে একই কবরস্থানে দাফন করা হয়।এর আগে, ২৫ জুন রাতে মারা যান কবি নাহিদ রিভা। পরদিন ২৬ জুন সকালে মারা যান শিক্ষাবিদ, সাহিত্যিক, সাবেক সংসদ সদস্য শাহানারা বেগম। ওইদিনে দুজনের দাফনকার্য সম্পন্ন হয়।

রঙ্গপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন জানান, তিন দিনের ব্যবধানে পরপর ৪ জন সাহিত্যিকের চলে যাওয়াটা সত্যি কষ্টের। একটা শূন্যতা বিরাজ করছে সাহিত্য অঙ্গনে। আমরা শোকাহত।লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল বলেন, সাহিত্য অঙ্গনের চার গুণি মারা গেছেন। আমাদের ব্যথিত করে চলে গেলেন।

এদিকে ৪ সাহিত্যিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সম্মিলিত লেখক সমাজ রংপুর ও বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও আগামী শুক্রবার বিকেলে সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে ওই চার গুণিজনের শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩