বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ দুই সেশনে বোলারদের নিয়ে হতাশ ডমিঙ্গো

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন মাঠে নেমে প্রথম সেশনটা দারুণ করেছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বোলাররা। পরের দুই সেশনে মাত্র একটি উইকেট পায়।

সেন্ট লুসিয়ায় কাইল মেয়ার্সের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা। এই ব্যাটারের তিন অঙ্কের ম্যাজিক ফিগার বাংলাদেশকে বিপদে ফেলে। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৪০ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৬ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশ বোলারদের শেষ দুই সেশনের বোলিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের টেস্টগুলো যদি দেখেন, তাহলে দেখতে পাবেন আমরা একটা সেশন ভালো করেছি, পরের সেশনটা আবার খুব খারাপ করছি। আমার মনে হয়, ছেলেরা কিছুটা অধৈর্য। প্রথম সেশনে যেভাবে ওদের চেপে ধরেছিলাম, সেই চাপটা ৯০ ওভার পর্যন্ত ধরে রাখতে পারছি না। লাঞ্চের পরে বোলাররা যেভাবে বোলিং করেছে, এতে আমি সত্যিই হতাশ।’

এ জাতীয় আরও খবর