রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাপক উদ্দীপনায় ব্রাহ্মণবাড়িয়ায় জিটিভি’র বর্ষপূর্র্তি উদযাপন

news-image

বিশেষ প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দর্শকনন্দিত গাজী স্যাটেলাইট টেলিভিশনের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার সকাল ১০টার দিকে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সসহসভাপতি মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি প্রমুখ। গাজী টেলিভিশন এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জহির রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর, আমাদের সময়ের জেলা প্রতিনিধি দীপক চৌধুরী বাপ্পী, যায়যায়দিনের জেলা প্রতিনিধি বাহারুল ইসলাম মোল্লা, দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদত, এনটিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু, সৈয়দ মোহাম্মদ আকরাম, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, একুশে টিভির জেলা প্রতিনিধি মীর মো. শাহীন, বাংলাদেশ সময়ের জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোর এর চিত্র সাংবাদিক প্রকাশ লাল দাস, আশরাফুল হক নাঈম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সাহেদুজ্জামান, আলহাজ্ব ইসকান্দর মির্জা, যুবলীগ নেতা অ্যাডভোকেট এমদাদুল হক চৌধুরী, অ্যাডভোকেট বশির আহাম্মেদ খান, নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি শামসুল আলম, মো. লুৎফুর রহমান, সেলিম খান, স্কুল শিক্ষক আবু কাউছার প্রমুখ। অনুষ্ঠানে সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদনের পাশাপাশি খেলাধুলা সরাসরি সম্প্রচারে অবদান রাখায় জিটিভি অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। জিটিভির এই জনপ্রিয়তা নিয়ে ধারাবাহিকভাবে আরো অনেক দুর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এ জাতীয় আরও খবর

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ হতে পারে

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল

যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামে চলছে ৪৮ ঘণ্টার ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা

অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, স্কুল বন্ধ বা অনলাইনে ক্লাস দাবি

বাবর-শাহিনে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির ২ সন্ত্রাসী নিহত

আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

তীব্র গরমে মাদরাসাশিক্ষকের মৃত্যু