বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদন : ভারতের পশ্চিমবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের পরিবর্তে আচার্য হবেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিধানসভায় এ সিদ্ধান্ত পাস করানো হবে।

পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটা এবার বিধানসভায় যাবে। সিদ্ধান্ত পাস করানোর জন্য পাঠানো হবে বিধানসভায়। বিধানসভায় পাস হওয়ার পর, তারপর তা আইন হিসেবে গৃহীত হবে।’

উল্লেখ্য, আচার্যের পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রী, এটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে বিজেপি নেতা রাজ্যপালের সম্পর্কের যে সমীকরণ, এ সিদ্ধান্ত তারই ফল। রাজ্যটিতে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মমতা বন্দোপাধ্যায়, আর রাজ্যপাল হিসেবে আছেন জয়দীপ ধনকড়।

যদিও জানা যাচ্ছে, ২০১০ সালে এই সুপারিশ করেছিল পুঞ্ছি কমিশন। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেই কমিশনে ছিলেন। ইতোমধ্যেই তামিলনাড়ু ও কেরালায় এ নিয়ম গ্রহণ করেছে।

 

এ জাতীয় আরও খবর