শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিউবা নীতিতে বদল আনল যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে কিউবা সংক্রান্ত নীতিতে বদল আনতে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে যাচ্ছে। গতকাল সোমবার ঘোষিত এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ট্রাম্প আমলে আরোপ করা পারিবারিক রেমিট্যান্স পাঠানোর ওপর বিধিনিষেধ প্রত্যাহার, দ্বীপরাষ্ট্রটিতে ভ্রমণের অনুমতি প্রদান এবং কিউবার নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া ব্যাপকভাবে বাড়ানো। খবর রয়টার্সের।

মার্কিন সরকারের এক দীর্ঘ পর্যালোচনার পর এসব পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর হাভানার প্রতি মার্কিন মনোভাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ বদল আনা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানান, সোমবার ঘোষিত পদক্ষেপের মাধ্যমে কিউবার জনগণের প্রতি আরও বেশি সমর্থন দেওয়া হয়েছে। এতে তারা কিউবার সরকারের নিপীড়ন থেকে মুক্ত জীবন যাপনের বাড়তি উপকরণ পাবে এবং আরও বেশি অর্থনৈতিক সুবিধা খোঁজার সুযোগ পাবে।

পারিবারিক রেমিট্যান্স পাঠানোর সীমা তুলে নেবে বলেও জানায় পররাষ্ট্র দপ্তর। আগে চার মাসে এক হাজার মার্কিন ডলার এই রেমিট্যান্স কিউবায় পাঠানোর সুযোগ ছিল। এ ছাড়া যুক্তরাষ্ট্র অনাত্মীয়দের অনুদানমূলক রেমিট্যান্স পাঠানোর অনুমোদন দেবে।

তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়েছে তারা কিউবা সীমাবদ্ধ তালিকা থেকে কারও নাম সরাবে না। পররাষ্ট্র দফতরের এই তালিকায় কিউবার সরকার এবং সেনাবাহিনীর পাশাপাশি তাদের সমর্থিত কোম্পানিগুলোর নাম রয়েছে। এগুলোর সঙ্গে কোনও মার্কিন প্রতিষ্ঠান কিংবা নাগরিক বাণিজ্য করতে পারে না।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘আমরা কিউবার জনগণের কাছে রেমিট্যান্স প্রবাহ আরও স্বাধীনভাবে বাড়ানো নিশ্চিত করতে চাইছি, একই সঙ্গে মানবাধিকার নিপীড়নে জড়িতদের ধনী হওয়া ঠেকাতে চাই।’

 

এ জাতীয় আরও খবর

বিজয়নগরে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার, তৈরির সরঞ্জামসহ ৩ জন গ্রেফতার

বিপৎসীমার ওপরে সুরমা, বাড়ছে কুশিয়ারার পানি

গরমে যেসব খাবারে অতিরিক্ত ঘাম হয়

গাজায় ‘জয়ী’ হতে না পেরে অন্যত্র দৃষ্টি ইসরায়েলের

বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টার উড়িয়ে কনের বাড়িতে বর

‘রোহিঙ্গা গণহত্যা মামলা প‌রিচালনার তহ‌বি‌ল অপর্যাপ্ত’

জিম্বাবুয়েকে হারিয়ে যা বললেন শান্ত

তীব্র তাপপ্রবাহে ঝুঁকিতে বোরো উৎপাদন, চিটা হওয়ার শঙ্কা

দীর্ঘদিন কৃষকের ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে

মার্চে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন

প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু