শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকা ফেটে গাড়ি খাদে পড়ে পেট্রোবাংলা কর্মকর্তা নিহত

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লাকসাম উপজেলায় চাকা ফেটে গাড়ি খাদে পড়ে পেট্রোবাংলার এক কর্মকর্তা নিহত হয়েছেন। হেলাল উদ্দিন (৫০) নামের ওই ব্যক্তি পেট্রোবাংলার নোয়াখালী জোনে কর্মরত ছিলেন। আজ বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বাজারের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত হেলাল উদ্দিনের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা গ্রামে। তিনি কর্মস্থল বেগমগঞ্জ থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তার আত্মীয় লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আতিকুর রহমান জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, পেট্রোবাংলার একটি পিকআপ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চাঁদপুরের শাহরাস্তি যাচ্ছিল। চন্দনা বাজারের কাছাকাছি এলে বিকট শব্দে গাড়ির একটি চাকা ফেটে যায়। এতে গাড়িটি ছিটকে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন হেলাল উদ্দিন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িচালক। তবে তার পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লাকসামের একটি হাসপাতালে ভর্তি করেছেন।

লাকসাম থানার এএসআই জাকির হোসেন জানান, বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবে।