শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন স্মার্টফোন আনছে মাইক্রোসফট

news-image

প্রযুক্তি ডেস্কগত কয়েক মাসে খুব বেশি উইন্ডোজ চালিত নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসেনি। মাইক্রোসফটের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নকিয়া লুমিয়া ৯৩০ বাজারে আসারও প্রায় বছর পার হতে চলল। তবে আশার কথা, খুব শিগগিরই আসছে মাইক্রোসফটের নতুন স্মার্টফোন লুমিয়া ৯৪০ এক্সএল। যেটি হতে পারে মাইক্রোসফটের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন। শোনা যাচ্ছে এতে আইরিশ স্ক্যানিং প্রযুক্তি থাকতে পারে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডার এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমানে প্রযুক্তিবিশ্বে মাইক্রোসফটের নতুন স্মার্টফোন নিয়ে বেশ কিছু গুজব রয়েছে। তবে নকিয়াপাওয়ারইউজার ওয়েবসাইট থেকে সম্প্রতি বিশ্বাসযোগ্য তথ্য ফাঁস হয়েছে। অবশ্য, নতুন স্মার্টফোনটির নাম ৯৪০ এক্সএল থাকবে কিনা তা নিশ্চিত নয়।

মাইক্রোসফটের নতুন এই স্মার্টফোনটিতে থাকতে পারে পাঁচ দশমিক সাত ইঞ্চি মাপের কিউএইচডি ডিসপ্লে, অক্টাকোরের স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর, তিন গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট স্টোরেজ, পেছনে ২০ ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা, মাইক্রোএসডি কার্ড। হালকা-পাতলা ধাতব কাঠামোর এই স্মার্টফোনটি বর্তমানে জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৬, এইচটিসি ওয়ানএম ৯, এলজি জি৪, সনি এক্সপেরিয়ার জেড ৩ প্লাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাজারে ছাড়বে মাইক্রোসফট।

প্রতিবেদনে বলা হয়েছে, ৯৪০ এক্সএল স্মার্টফোনটিতে আইরিশ স্ক্যানার ও ইউএসবি-সি স্লট থাকবে যাতে চার্জারটি অ্যাপলের লাইটনিং কানেক্টরের মতো যেকোনো দিক থেকে প্লাগ করা যাবে।

নতুন স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহৃত হবে উইন্ডোজ ১০।

বাজার গবেষকেরা বলছেন, গত কয়েক মাসে মাইক্রোসফটের সফটওয়্যার চালিত নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে দেখা যায়নি তার কারণ হচ্ছে ফোন নির্মাতারা মাইক্রোসফটের নতুন উইন্ডোজের জন্য অপেক্ষা করে আছেন।

মাইক্রোসফটের নতুন এই স্মার্টফোনটি কবে নাগাদ বাজারে আসবে বা এর দাম কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য মাইক্রোসফট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে না জানালেও উইন্ডোজ সফটওয়্যার উন্মুক্ত করার তারিখ ঘোষণা করেছে তারা। ২৯ জুলাই উইন্ডোজ ১০ বাজারে ছাড়বে মাইক্রোসফট। উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা বিনা মূল্যে উইন্ডোজ ১০ হালনাগাদ করে নিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩