রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সানিকে ভারতছাড়া করতে চান রাখি

news-image

বিনোদন প্রতিবেদক : জিসম ২’ তারকা সানি লিওনের সময়টা আসলেই ভালো যাচ্ছে না। দিন কয়েক আগে সানিকে সেলিনা জেটলির বাড়িছাড়া করার খবরে শোরগোল ওঠে বলিউডে। তার রেশ কাটতে না কাটতেই এবার সানিকে ভারত ছাড়তে বললেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। সানির প্রতি ক্ষোভ প্রকাশ করে রাখি বলেন, ‘সানি লিওন, আমার ভারত ছেড়ে আপনি চলে যান। আমার চলচ্চিত্র শিল্প ছেড়ে দেন আপনি।’

সানি লিওন, রাখি সাওয়ান্ত—বলিউডে এ দুই তারকার ভাবমূর্তির মধ্যে বেশ মিলও রয়েছে। তাঁদের দুজনেরই জনপ্রিয়তার অন্যতম কারণ আবেদনময় পর্দা উপস্থিতি। এক দশকেরও বেশি সময় ধরে বহু আইটেম গানে অংশ নিয়ে আইটেম গার্ল তকমা পেয়েছেন রাখি সাওয়ান্ত।

অন্যদিকে সাবেক পর্নো তারকা সানি লিওন বলিউডে পা রাখেন ২০১২ সালে। কাকতালীয় বিষয় হলো, ২০১২ সালের পর আর কোনো আইটেম গানে দেখা যায়নি রাখিকে। তাঁর অনুপস্থিতিতে বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম গানে অংশ নিয়ে রাখির সাম্রাজ্যে যেন হানা দেন সানি। সে কারণেই কি না কে জানে, সানিকে একদমই সহ্য করতে পারেন না রাখি।

সানিকে বাড়িছাড়া করছেন সেলিনা!

মাত্র এক মাস আগেই সানির প্রতি নিজের ক্ষোভ ঝাড়েন রাখি। বলেন, ‘সানি লিওনের সঙ্গে আমার তুলনা করবেন না। নাচ, পারফরম্যান্স, রিয়েলিটি শোয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করে আমি জনপ্রিয়তা পেয়েছি। আমি জনপ্রিয়তা অর্জনের জন্য কখনোই পর্নো ছবিতে অভিনয় করিনি। আমাকে বরং জেনিফার লোপেজ, ম্যাডোনার সঙ্গে তুলনা করতে পারেন আপনারা।’

উল্টো-পাল্টা মন্তব্য করে এখন পর্যন্ত বহুবার মুখরোচক খবরের জোগান দিয়েছেন রাখি সাওয়ান্ত। এবার সানিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনাম হলেন। তিনি কেবল সানিকে ভারত ছাড়তেই বলেননি, তাঁকে ধুয়ে দেবেন বলেও মন্তব্য করেছেন। নিজের নতুন একটি আইটেম গান আসছে জানিয়ে ‘এক পেহলি লীলা’ তারকা সানি লিওনকে উদ্দেশ করে রাখি বলেন, ‘আমি রাখি সাওয়ান্ত আসছি লীলাকে ধুয়ে দিতে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে মিড-ডে ডটকম।

রাখি আরও বলেন, ‘সানির কারণে বাধ্য হয়েই আজ আমাকে সংক্ষিপ্ত পোশাক পরতে হচ্ছে। সানির এখনই ভারত ছেড়ে চলে যাওয়া উচিত যাতে করে আর কোনো ভারতীয় নারী এমন পরিস্থিতির মুখে পড়তে বাধ্য না হয়।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩