রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে কৃষক বাচ্চা মিয়া হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষক বাচ্চা মিয়া ওরফে বগা হত্যা মামলায় দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালাত। মঙ্গলবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ মো. শাহেনুর এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হল-হাফিজার রহমান ও মন্টু মিয়া।এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আসামীদের কড়া পুলিশী পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুঠি ইউনিয়নের চামড়াপাড়া গ্রামে কৃষক বাচ্চা মিয়া ওরফে বগার সাথে জমি নিয়ে বিরোধ ছিল দন্ডপ্রাপ্ত আসামীদের। গত ২০১৪ সালের ২১ জানুয়ারী আপোষ মিমাংসার কথা বলে রাতে কৃষক বগাকে আসামিরা ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে আর ফিরে আসেনি। আসামি হাফিজার রহমান ও মন্টু মিয়াসহ অন্যান্য আসামিরা কৃষক বগাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে তার বাড়ির রান্না ঘরে লাশ ঝুলিয়ে রেখে চলে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে তারাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ আসামীদের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন। মামলায় ময়না তদন্তকারী চিকিৎসক তদন্তকারী পুলিশ কর্মকর্তা সহ ১৮ সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য ও জেরা শেষে আসামী হাফিজার রহমান ও মন্টু মিয়াকে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানার আশে দেন। অন্যদিকে লাশগুম করার অপরাধে ৩ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পিপি এ্যাডভোকেট আব্দুল মালেক। তিনি জানান, আসামীদের যাবজ্জীবন সাজা প্রদানের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এ রায়ে তারা খুশি।
অপরদিকে আসামী পক্ষের আইনজীবি আব্দুর রশীদ চৌধুরী ও আমিনুল ইসলাম এ্যাডভোকেট জানান, তারা ন্যায় বিচার পাননি এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে তারা জানান।

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি