রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরে অনশনে ‘প্রেমিকা’ ভাবি, অন্যত্র বিয়ে করতে গিয়ে জরিমানা গুনলেন দেবর

news-image

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : দেবরের বিয়ের কথাবার্তা শুনে তার ঘরে উঠে অনশনে বসেছেন ভাবি। দাবি করছেন-দেবর তাকে বিয়ে না করলে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করবেন। এদিকে, ঘরে অনশনরত ভাবিকে রেখে অন্যত্র বিয়ে করতে গিয়ে জরিমানা গুনে বউ ছাড়াই ফিরে আসতে হয়েছে দেবরকে। পাবনার সাঁথিয়া উপজেলায় চাঞ্চল্যকর এ ঘটনার ঘটেছে।

ওই নারীর দাবি, বিয়ের পর থেকে গত ১৫ বছর ধরে দেবর ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক চলছে। কিন্তু গত ২৫ জানুয়ারি ইব্রাহিমের পরিবার গোপনে তার বিয়ে ঠিক করে। শুক্রবার ইব্রাহিমের বিয়ের দিন ধার্য হয়। এ খবর পেয়ে বিয়ের দাবিতে ২৬ জানুয়রি থেকে দেবরের ঘরে অনশনে বসেন তিনি। তারপরও ইব্রাহিম কয়েকজন বরযাত্রী নিয়ে গোপনে বিয়ে করতে যান।

স্থানীয়রা জানান, ওই নারী সেই বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে তাদের সম্পর্কের কথা সবাইকে জানান। তখন পাত্রীপক্ষ ইব্রাহিমের সঙ্গে মেয়ের বিয়ে দিতে অস্বীকার করে। তারা তাৎক্ষণিক সালিস বৈঠকে বসে বিয়ে বাড়িতে সব আয়োজনের খরচ বাবদ ৩০ হাজার টাকা ইব্রাহিমের কাছ থেকে আদায় করেন। ইব্রাহিমের সঙ্গে যাওয়া বরযাত্রীদেরও না খেয়ে ফিরে আসতে হয়।

অনশনরত নারী জানান, তিনি তিনদিন ধরে দেবরের ঘরে বিয়ের দাবিতে না খেয়ে বসেছিলেন। কিন্তু শনিবার তার শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দেন। বর্তমানে তিনি পাশের এক বাড়িতে আশ্রয় নিয়েছেন।

অভিযুক্ত ইব্রাহিম দাবি করেন, ভাবির সঙ্গে তার কোনোরকম প্রেমের সম্পর্ক নেই। ভাবি এর আগেও তার তিনটি বিয়ে ভেঙে দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবু দায়েন কালু জানান, দু’পক্ষই মৌখিকভাবে বিচার চেয়েছেন। ইউনিয়ন পরিষদে তাদের ডেকে খুব শিগগির একটা সমাধানের চেষ্টা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩