রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চার লাখ টাকা নিয়েও চাকরি দেননি মাদ্রাসা সুপার

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শিবগঞ্জে আয়া পদে নিয়োগ দেওয়ার কথা বলে এক কৃষকের কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই ভুক্তভোগী।

জানা যায়, উপজেলার বিহার ইউনিয়নের ভাসুবিহার গ্রামের কৃষক ইব্রাহীম হোসেনের মেয়ে হেলেনা খাতুনকে আয়া পদে চাকরি দেওয়ার কথা বলে বিহারহাট দাখিল মাদ্রাসার সুপার আফজাল হোসেন চার লাখ টাকা নেন, কিন্তু চাকরি দিতে পারেননি। পরে তার কাছে টাকা ফেরত চাইলে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে সুপার ওই কৃষককে টাকা দেবেন না বলে জানিয়ে দেন এবং ভয়ভীতি দেখান। পরে কৃষক ইব্রাহীম কোনো উপায় না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া হুমকির বিষয়ে রোববার থানায় জিডি করেন।

ইব্রাহীম হোসেন বলেন, আমার মেয়ের চাকরির জন্য মাদ্রাসা সুপারকে অনেক কষ্ট করে চার লাখ টাকা দিয়েছি। কিন্তু তিনি আমার সঙ্গে প্রতারণা করেছেন। মেয়েকে চাকরি দেননি। টাকা ফেরত চাইলে ভয়ভীতি দেখাচ্ছে।

অভিযুক্ত মাদ্রাসা সুপার আফজাল হোসেন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘অচিরেই টাকা পরিশোধ করব।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, থানায় সাধারণ জিডি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অচিরেই অভিযুক্ত সুপারকে নোটিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩