শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালাহ উদ্দিনের ১৪ দিনের জেল

news-image

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ের ডিস্ট্রিক্ট সেশন জজ আদালত ১৪ দিনের জেল দিয়েছেন। বুধবার ভারতীয় সময় বেলা ৩ টার দিকে তাকে শিলং সদর থানা থেকে শিলং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আনা হলে শুনানি শেষে জজ আদালত তাকে ১৪ দিনের জেল দেয়।

মঙ্গলবার বিকেলে শিলংয়ের নিগ্রেহমস হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর পুলিশ তাকে শিলং সদর থানায় নিয়ে যান। সেখান থেকে বুধবার বেলা ৩ টার দিকে আদালতে হাজির করা হয়। এ সময় শিলং আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। এর আগে গত রাতে তাকে অনুপ্রবেশের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে শিলং পুলিশ।

মঙ্গলবারই সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ এবং বিএনপি নেতা তাবিথ আউয়াল শিলংয়ে হাইকোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর মাহান্ত’র সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পুলিশ আদালতে হাজির করলে সালাহ উদ্দিনের পক্ষে আইনজীবীরা কী যুক্তি উপস্থাপন করবেন, তা নিয়ে কাজ করছে ডক্টর মাহান্ত এন্ড এসোসিয়েটস।

গত ১০ মার্চ উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহ উদ্দিনের। ১২ মে সালাহ উদ্দিনকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন তাঁকে উদ্ধার করে একটি মানসিক হাসপাতালে নেওয়া হয়েছিল। এ দিনই বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করায় ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী সালাহ উদ্দিনকে গ্রেফতার দেখায় মেঘালয় পুলিশ। তাকে নিয়ে ইন্টারপোল রেড এলার্ট জারি করে।

এরপর সালাহ উদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে নেওয়া হয়। গত শুক্রবার শিলংয়ের একটি আদালতে তাঁর পক্ষে জামিন আবেদন করেন তাঁর স্ত্রী। এ বিষয়ে ২৯ মে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩