বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার রোবটও যুদ্ধ করবে!

news-image

অন্যরকম ডেস্কযুদ্ধক্ষেত্রে শুধু মানুষ নয়, এবার রোবটও যুদ্ধ করবে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই এক জঙ্গি রোবটকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। রোবটটির উচ্চতা ৬ ফুট দুই ইঞ্চি। চোখে লেজার ও দৃঢ়মুষ্টি বিশিষ্ট রোবটটি দৌঁড়াতেও সক্ষম। সামনের যেকোনো বাধা ডিঙ্গিয়ে গাড়ি চালানোরও যোগ্যতা রাখে রোবটটি।
আমেরিকার প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে তৈরি করা রোবটটি শীঘ্রই লেবারপার্টি থেকে রোবট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। রোবটটির শক্তি পরীক্ষার জন্য অন্য রোবটের সঙ্গে প্রতিযোগিতাও দেওয়া হবে। রোবটটি তৈরিতে খরচ লেগেছে ১০ মিলিয়ন ডলার ।
প্রতিরক্ষা বিভাগের গবেষণা প্রতিষ্ঠান জানায়, রোবটটি তৈরির উদ্দেশ্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে রোবটটিকে এমন জায়গা ও বিপদসঙ্কুল স্থানে পাঠানো হবে যেখানে মানুষের পক্ষে যাওয়া সহজ নয়।

এ জাতীয় আরও খবর