রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করার কারণ জানালেন সৌরভ

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে নিজেই সরে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু ওয়ানডের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দুই ফরম্যাটেই এখন ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। কোহলিকে সরিয়ে দেওয়ার কারণ জানালেন বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, টি-টোয়েন্টি থেকে সরে না দাঁড়াতে কোহলিকে অনুরোধ করেছিলো তার বোর্ড। কিন্তু সেই অনুরোধ না রেখে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।

ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাতকারে কোহলির অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন সৌরভ। তিনি জানিয়েছেন, নির্বাচকরা সাদা বলের ক্রিকেটে দুইজন অধিনায়ক রাখতে চান না। যার কারণেই একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও কোহলিকে সরিয়ে নেয় বিসিসিআই।

বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোহলি। তার নেতৃত্বে ভারতের বহু অর্জন থাকলেও আইসিসির ইভেন্টগুলোতে কোনো সাফল্য পাননি তিনি।

কী কারণে কোহলিকে সরিয়ে নেওয়া হলো তা নিয়ে সৌরভ বলেন, ‘বিসিসিআই এবং নির্বাচকদের আলোচনার পরই এসেছে এই সিদ্ধান্ত। বিষয়টা হচ্ছে, বিসিসিআই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সময়ই কোহলিকে অনুরোধ করেছিল সে যেন সেটা না করে। কিন্তু কোহলি শোনেনি। তখনই নির্বাচকরা ঠিক করে ফেলেন, সাদা বলের দুই ফরম্যাটে দুইজন অধিনায়ক রাখা হবে না।’

দুই ফরম্যাট থেকে ভারতের অধিনায়কত্ব হারানোর পর টেস্টেও হারানোর গুঞ্জন ছিল কোহলির। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সৌরভ জানিয়েছেন, সেটা হচ্ছে না। তিনি আরও বলেন, ‘আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে টেস্টে আমাদের অধিনায়ক থাকবে কোহলি, আর ওয়ানডেতে রোহিত। এ বিষয়ে ব্যক্তিগতভাবে কোহলির সঙ্গে কথা হয়েছে, প্রধান নির্বাচকও তার সঙ্গে কথা বলেছেন এ বিষয়ে।’

 

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি