রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রুট-মালানে গ্যাবায় ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম দুইদিন অস্ট্রেলিয়ার রাজত্বের পর তৃতীয় দিন শেষে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইংল্যান্ড। কাপ্তান জো রুট আর ডেভিড মালানের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ইংলিশদের সংগ্রহ ২ উকেটে ২২০ রান।

গত দিন যেখানে শেষ করেছিলেন তৃতীয় দিন সকালে ঠিক সেখান থেকেই শুরু করার চেষ্টা ছিলো স ঞ্চুরিয়ান ট্রাভিস হেডের। তার সাথে বেশ ভালোই সঙ্গ দিয়েছিলেন মিচেল স্টার্ক। ৬৪ বলে ৩৫ রান করা স্টার্ক আউট হয়ে গেলে তারপর আর খুব বেশিদূর যেতে পারেননি তারা। তবুও অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান হিসেবে ১৪৮ বলে ১৫২ করা হেড যতক্ষণে মার্ক উডের বলে আউট হন ততক্ষণেই দলে লিড দাঁড়িয়ে গেছে ২৭৮ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের মতোই ব্যাটিং বিপর্যয়ে পড়ার প্রবল সম্ভাবনায় পড়েছিলো ইংল্যান্ড। ২৩ রানের মাথাতেই প্রথম উইকেটের পতন ইংল্যান্ডের। সিরিজের প্রথম বলে স্টার্কের বলে বোল্ড হওয়া ররি বার্নস দ্বিতীয় ইনিংসে উইকেট দিয়েছেন অজি কাপ্তান কামিন্সের কাছে। ১৩ রান করে বার্নস ফেরার পর দলীয় ৬১ রানে আরেক ওপেনার হাসিব হামিদকেও হারায় ইংল্যান্ড। ব্যক্তিগত ২৭ রানে স্টার্কের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন এই ইংলিশ ওপেনার।

৬১ রানে ২ উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ডের সামনে আরেকবার চোখ রাঙানি ব্যাটিং বিপর্যয়ের। এই সময় দলের ব্যাটিংয়ের হাল ধরেন কাপ্তান রুট আর ওয়ান ডাউনে নামা ডেভিড মালান। ব্যাটিং ধ্বস সামলে নিয়ে এই দুই ব্যাটসম্যান গড়ে তুলেন ১৫৯ রানের জুটি। তৃতীয় দিন শেষে দুই অপরাজিত ব্যাটসম্যানে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান। জো রুট ৮৬ (১৫৮)* ও মালান ৮০ (১৭৭)* রানে দিনের খেলা শেষ করেন।

দলের ব্যাটিং বিপর্যয় সামলানোর এই দিনে রুট করে ফেলেছেন এক নতুন রেকর্ডও। সাবেক ইংলিশ কাপ্তান মাইকেল ভনের ১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে এক পঞ্জিকাবর্ষে ইংলিশদের হয়ে সর্বোচ্চ টেস্ট রানের মালিক এখন জো রুট।

রুটের সামনে অবশ্য আরও বড় রেকর্ডের হাতছানি এখন। শুধু ইংল্যান্ড নয়, টেস্ট ইতিহাসের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের মালিক পাকিস্তানের মোহাম্মদ ইউসুফকে টপকে যাওয়ার সুযোগ ইংলিশ অধিনায়কের। ইউসুফের করা ১৭৮৮ রানের চেয়ে মাত্র ২৪৭ রান পিছিয়ে আছেন রুট। ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো এ বছরই এই রেকর্ডটিও নিজের করে নেবেন বর্তমান টেস্টের এক নাম্বার ব্যাটসম্যান।

 

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি