শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আসল স্বামী নাকি ভাড়া করা! রাখিকে প্রশ্ন সালমানের

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের মির্চি গার্ল রাখি সাওয়ান্ত কি সত্যিই বিয়ে করেছেন? কয়েক বছর ধরে এই রহস্যের যেন সমাধানই হচ্ছে না। তবে রাখি প্রকাশ্যে বার বার বলেই যাচ্ছেন, রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়েছেন। আর শিগগিরই তাকে সবার সামনে নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছিলেন রাখি। রাখি কথা রেখেছেন, সম্প্রতি বিগবসে নিয়ে আসেন তার স্বামী রিতেশকে। সেজেগুজে বিগবসের ঘরে আসেন রিতেশ। সবার সঙ্গে রাখি পরিচয় করিয়ে দেন তার স্বামী রিতেশকে।

তবে এই কাণ্ডকে একেবারেই বিশ্বাস করতে চাইছেন না সালমান খান তিনি বলেন, রাখি নাকি একেবারেই মিথ্যা কথা বলছেন। এমনকি শোয়ের মাঝেই সালমান রাখিকে বলেন, এটা কি তোমার সত্যিকারের স্বামী, নাকি ভাড়া করে এনেছো! রাখি অবশ্য সালমানের এই মন্তব্যের কোনো উত্তর দেননি। বরং উত্তর দেন রিতেশই।

বিগবসে ঢুকে রিতেশ বলেন, আমার স্ত্রী রাখি কখনো মিথ্যা কথা বলে না। আমি ওকে সকলের সামনে গ্রহণ করতে পারিনি, সেটা আমার দোষ। আমার পেশাগত সমস্যা ছিল তাই রাখিকে অপেক্ষা করতে বলেছিলাম।

সংবাদ প্রতিদিন জানায়, বিগবসে ঢুকে প্রতিযোগীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন রাখি সাওয়ান্তের স্বামী রিতেশ। রাখিকে সঙ্গে নিয়ে নানা ভঙ্গিমায় ছবিও তোলেন তিনি।

তবে রাখির এই স্বামীকে নিয়ে ধোঁয়াশায় রয়েছেন বিগবসের দর্শকরাও। সালমান খানের মতো তারাও রাখির কথায় সন্দেহ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা রাখিকে কটাক্ষ করে নানা মন্তব্যও করছেন। সবার একই কথা, রাখি নিশ্চয়ই স্বামী ভাড়া করেছেন। অনেকের মতে টিআরপি তোলার জন্যই নাকি এই পন্থা অবলম্বন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হিট স্ট্রোকের সহজ ঘরোয়া প্রতিকার

মেয়েকে প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুললেন তামান্না

গাজায় তিন জিম্মির মরদেহ উদ্ধার ইসরায়েলের

মার্কিন প্রতিনিধির বসাকে সমস্যার সমাধান মনে করা সরকারের ভুল ধারণা : মঈন খান

চট্টগ্রামে লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিশুসহ পথচারী নিখোঁজ

ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস : মাহমুদ আব্বাস

ডায়াবেটিস থেকে ত্বকের সমস্যা

বিএনপির সময় ঋণখেলাপি সবচেয়ে বেশি ছিল: আইনমন্ত্রী

১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য

ক্যাম্পের বাইরে সেমিনারে অংশ নেওয়া ৩২ রোহিঙ্গা আটক

৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট