শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার দুপুরে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়েছে। ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি এ মেধাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পরিষদ মিলনায়তনে সমিতির সভাপতি মো. সেলিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম।
বক্তব্য রাখেন; সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া, সাবেক সচিব আজহারুল ইসলাম ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক কবির আহাম্মদ খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক এম.এ কাইয়ুম।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনমন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। শিক্ষা প্রকল্পের পাশাপাশি কর্মপরিধি আরো সম্প্রসারণ করার জন্য আহ্বান জানান।
কসবা উপজেলার ৬৬টি প্রতিষ্ঠানের ১শ ৩২ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, সনদ ও বই উপহার দেয়া হয়েছে। এ ছাড়াও উপজেলার তিনটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে কসবা উপজেলা সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজ, বিদ্যালয় ও মাদরাসার প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কসবা ইমাম প্রি-ক্যাডেট প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমাম অতিথিদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
পরে আইনমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র মাঠে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  এবং কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।


 

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩