রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার জিয়ার চিকিৎসা শুধু ইউএসএ, ইউকে অথবা জার্মানিতে সম্ভব

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা ক্রিটিকাল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘চিকিৎসকরা জোর দিয়ে বলছেন, এখানে (দেশে) কিন্তু তার (খালেদা জিয়া) চিকিৎসা সম্ভব নয়। বর্তমান জটিল অবস্থায় চিকিৎসা করতে হলে তাকে অবশ্যই অ্যাডভান্স সেন্টারে পাঠাতে হবে। সুনির্দিষ্টভাবে তারা দেশের নামও বলেছেন। ইউএসএ, ইউকে অথবা জার্মানি-এ তিনটা দেশের যেকোনা জায়গায় হতে হবে।’

আজ মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের ও পরিবারের পক্ষ থেকে সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তার চিকিৎসার ব্যাপারে বিদেশি চিকিৎসদের পরামর্শ নেয়া হচ্ছে। কোথাও কোনো ত্রুটি নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ম্যাডাম অত্যন্ত গুরুতরভাবে অসুস্থ। প্রথম থেকেই বলে এসেছি দেশনেত্রী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। তার অবস্থা এখনো স্টিল ক্রিটিকাল। তাকে বিদেশে অ্যাডভান্স সেন্টারে পাঠানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, এটা চিকিৎসদের কথা।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে দেশনেত্রীর জীবন এতবেশি মূল্যবান সত্যিকার অর্থে গণতন্ত্র, দেশের উন্নয়ন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে উনাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করে সুস্থ করে নিয়ে আসা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। এ জন্য সরকারের কাছে আমি আবেদন জানিয়েছিলাম, রাজনৈতিক চিন্তাভাবনাকে নয়; দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনকে প্রাধান্য দেয়ার জন্য।’

তিনি বলেন, ‘এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা প্রতিদিন বোর্ড মিটিং করেন, আড়াই ঘণ্টা পর্যন্ত বৈঠক করেন, আপ্রাণ চেষ্টা করছেন। আমি যতদূর জেনেছি গতকাল (সোমবার) যা ছিল তার চেয়ে ভালো কিছু সেটা না। কখনো একটু ভালো হয়, কখনো একটু খারাপ হয়-এ অবস্থার মধ্যে চলছে।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে তার দুই-একবার দেখা হয়েছে। তার মনোবল যথেষ্ট শক্ত। রোগীর মনোবল কিন্তু বড় সুস্থ হওয়ার জন্য, এটা অত্যন্ত জরুরি।’

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এই মুহূর্তে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেনি।’

 

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল

যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামে চলছে ৪৮ ঘণ্টার ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা

অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, স্কুল বন্ধ বা অনলাইনে ক্লাস দাবি

বাবর-শাহিনে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির ২ সন্ত্রাসী নিহত

আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

তীব্র গরমে মাদরাসাশিক্ষকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাফেলোতে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশি নিহত