রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে দ্বিতীয় নারী চেয়ারম্যান পুতুল রানী দাস

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : পুতুল রানী দাস ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ৫নং নাসিরনগর সদর ইউনিয়নে আওয়ামীলীগের থেকে তিনি জয়লাভ করেন। তার এই জয়ের মধ্য দিয়ে উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে একমাত্র নারী চেয়ারম্যান নির্বাচিত হলেন।এর আগে তিনি সদর ইউনিয়নের সংরক্ষতি আসনে ৪বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ জানান,নির্বাচিত পুতুল রানী দাস নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক। পুতুল রানী দাস এবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে এই প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি সদর ইউনিয়নের সংরক্ষতি আসন থেকে চারবার ইউপি সদস্যা নির্বাচিত হন । দ্বিতীয় ধাপের বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪ হাজার ৮৭৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান মোঃ রফিজ মিয়া পেয়েছেন ৩ হাজার ৮৫৭ ভোট। তিনি উপজেলার দ্বিতীয় নারী চেয়ারম্যান। এর আগে ২০০৩ সালে ভলাকুট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ধনু মিয়া মাষ্টারের স্ত্রী হেনা বেগম উপজেলার প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হন।

বিজয়ের পর পুতুল রানী দাস,এলাকার জনগণ,ভোটার ও দলের নেতা-কর্মীর প্রতি কৃজ্ঞতা জানিয়ে বলেন,আমি এ ইউনিয়নের সকলেরই চেয়ারম্যান। আমি সংরক্ষতি আসন থেকে চারবার ইউপি সদস্যা নির্বাচিত হয়ে জনগনে পাশে সুখে-দুঃখে পাশে রয়েছি ভবিষ্যতেও থাকবো। আমি মাননীয় সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রামের সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নসহ জনগনের পক্ষে কাজ করতে চাই। যারা আমাকে ভোট দিয়ে এ পদে নির্বাচিত করেছে তাদের কাছে আমি দায়বদ্ধ। তাই অন্যায় ও দূর্র্র্র্র্নীতিমুক্ত ডিজিটাল নাসিরনগর ইউনিয়ন পরিষদ গড়তে কাজ করবো।

 

 

এ জাতীয় আরও খবর

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল

যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামে চলছে ৪৮ ঘণ্টার ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা

অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, স্কুল বন্ধ বা অনলাইনে ক্লাস দাবি

বাবর-শাহিনে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির ২ সন্ত্রাসী নিহত

আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

তীব্র গরমে মাদরাসাশিক্ষকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাফেলোতে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের গুলিতে ২ বাংলাদেশি নিহত