রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির ভাড়া বাড়লো ১০ টাকা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রী বহনকারী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বিতল বাসের ভাড়া ১০ টাকা বাড়ানো হয়েছে। আগে তারা টিকিটপ্রতি ৩০ টাকা করে ভাড়া আদায় করতেন। এখন সেটা ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। তবে রুটে অন্যান্য পরিবহনের বাসগুলো ৫০ টাকা করে ভাড়া আদায় করছে।

বেসরকারি পরিবহনের সঙ্গে বিআরটিসিও ভাড়া বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। আসমা নামের এক কলেজশিক্ষার্থী জাগো নিউজকে বলেন, ‘আমি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি। নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে যাতায়াতকারী অন্যান্য বাসে বেশি ভাড়ার কারণে সবসময় বিআরটিসির বাসেই যাতায়াত করতাম। কিন্তু আজ এখানে এসেও দেখলাম ১০ টাকা করে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘যদি অন্যান্য বাসের মতো বিআরটিসি বাসের ভাড়াও বাড়ানো হয় তাহলে আর পার্থক্য রইলো কোথায়? সরকারি-বেসরকারি সবাই সমান হয়ে গেলো। আমরা যারা সাধারণ মানুষ তাদের কথা কে চিন্তা করবে?’

ঢাকার ফুটপাতে হকারি করেন আতিক। বন্ধন ও উৎসবে বেশি ভাড়ার কারণে তিনি বিআরটিসির বাসে যাতায়াত করেন। তবে বিআরটিসি বাসও ভাড়া বাড়ানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেন। আতিক জাগো নিউজকে বলেন, ‘এখন আমার জন্য কষ্টকর হয়ে গেলো।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ বাস ডিপোর ম্যানেজার মো. শাহরিয়ার বুলবুল বলেন, প্রজ্ঞাপন জারি হওয়ার পরই আমরা ভাড়া বাড়িয়েছি। সরকার নির্ধারিত আমাদের ভাড়া হয় ৪৬ টাকা ৫০ পয়সা। সেখানে আমরা ৪০ টাকা করে ভাড়া আদায় করছি।

 

এ জাতীয় আরও খবর

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ হতে পারে

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল

যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামে চলছে ৪৮ ঘণ্টার ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা

অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, স্কুল বন্ধ বা অনলাইনে ক্লাস দাবি

বাবর-শাহিনে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির ২ সন্ত্রাসী নিহত

আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

তীব্র গরমে মাদরাসাশিক্ষকের মৃত্যু