রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে বাংলাদেশের ক্রিকেট মাঠেও ফিরছে দর্শক

news-image

বিশেষ সংবাদদাতা : সেই কবে থেকে দর্শকশূন্য ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে বাংলাদেশে? দিনক্ষণ গুণে হিসাব কষলে পাওয়া যাবে, ২০২০ সালের মার্চে করোনার ভয়াল থাবা শুরুর পর থেকে বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামে আর দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

যদিও এরপর শেরে বাংলায় হাতেগোনা দর্শকের দেখা মিলেছে। তবে তারা মূলত বিসিবির বিভিন্ন কর্মকর্তা ও স্ট্যান্ডিং কমিটির লোকজন। এর বাইরে সাধারণ ক্রিকেটপ্রেমী ও সমর্থকরা প্রায় দেড় বছর ধরে ছিলেন ঘরের মাঠে খেলা দেখা থেকে বঞ্চিত।

অবশেষে সেই দর্শক খরা কাটছে এবার। পাকিস্তানের সঙ্গে আসন্ন সিরিজেই হয়তো দেশের হোম অব ক্রিকেট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। অর্থাৎ মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভেতরের খবর এটিই। আজ (সোমবার) সন্ধ্যায় বিসিবি মিডিয়া কমিটিপ্রধান জালাল ইউনুসের কণ্ঠেও এমন আভাস। জাগো নিউজের সঙ্গে আলাপে জালাল বলেন, ‘এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তাই আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি।’

তিনি আরও যোগ করেন, ‘তবে ৫০ শতাংশ দর্শক যেন মাঠে গিয়ে খেলা দেখতে পারে, তেমন চিন্তাভাবনা চলছে। শিগগির হয়তো সেটা সিদ্ধান্ত আকারে আসবে।’

বিসিবির অন্যতম শীর্ষ পরিচালক জালাল ইউনুসের এ কথা থেকে ধরেই নেয়া যায়, পাকিস্তানের সঙ্গে সিরিজে আবার দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন। সেক্ষেত্রে একটা পূর্ব শর্তও নিশ্চয়ই এঁটে দেয়া হবে। তা হলো যারা দুই ডোজ ভ্যাকসিন নেওয়া, তারাই কেবল মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩