শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সালাহ উদ্দিনকে নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর

news-image

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে শিলংয়ের নেগ্রিমস (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইন্সটিটিউট অব হেলথ ও মেডিকেল সায়েন্সেস) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার(২০ মে’২০১৫)বিকেল সাড়ে ৩টার দিকে শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিনকে ওই হাসপাতালে স্থানান্তর করা হয়।

একইদিন সন্ধ্যায় বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়ায় সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী মেঘালয় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।


দুই মাস নিখোঁজ থাকার পর গত ১১ মে সন্ধান পাওয়ার পরদিন থেকে শিলংয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপির কেন্দ্রীয় এ নেতা। সেখানেই তার সঙ্গে প্রথম গত সোমবার দেখা করেন স্ত্রী হাসিনা আহমেদ।

৫৪ বছর বয়সী সালাহ উদ্দিনের দাবি, অচেনা এক দল লোক তাকে তুলে নিয়েছিল। এরপর থেকে আর কিছুই তিনি মনে করতে পারছেন না। সর্বশেষ তাকে মেঘালেয় রাজ্যের শিলংয়ে ফেলে রেখে যাওয়া হয়।