শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়ে থাকতে পারে

news-image

অনলাইন ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ৮০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যসেবা কর্মীর মৃত্যু হয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ‘এই মৃত্যুকে মর্মান্তিক ক্ষতি’ উল্লেখ করে ডব্লিউএইচও জানায়, তাদের প্রতিবেদনে ২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য যোগ করা হয়েছে। একই সময়ে সারা বিশ্বে মারা গেছে সাড়ে ৩৪ লাখ মানুষ।

টিকা বিতরণে অন্যায্যতার সমালোচনা করে এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়াসুস বলেন, স্বাস্থ্যকর্মীদের টিকাদানে অগ্রাধিকার দিতে হবে।

এ দিকে টিকার অপ্রতুলতার কথা উল্লেখ করে সংস্থাটির আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মহামারি আগামী বছর পর্যন্ত চলতে পারে।

বর্তমানে সারা বিশ্বে সাড়ে ১৩ কোটি স্বাস্থ্যকর্মী কাজ করেন।

টেড্রোস বলেন, ১১৯টি দেশ থেকে পাওয়া তথ্য জানাচ্ছে গড়ে পাঁচজন স্বাস্থ্যকর্মীর দুজন পুরো ডোজ টিকা নিয়েছেন। আবার অঞ্চল ও অর্থনৈতিক গোষ্ঠী বিবেচনায় টিকা প্রাপ্তিতে অনেক পার্থক্য রয়েছে।

তিনি বলেন, যেখানে উচ্চ আয়ের দেশে ১০ জনে আটজন স্বাস্থ্যকর্মী পুরো ডোজ টিকা পেয়েছিল সেখানে আফ্রিকায় একজনেরও কম।

উচ্চ ও নিম্ন আয়ের দেশের টিকা প্রাপ্তির এ বৈষম্যের প্রতি জোর দিয়েছে ডব্লিউএইচও। সংস্থা সম্প্রতি জানায়, এ কারণেই করোনা সংকট আগামী বছর পর্যন্ত গড়াবে।