রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৮ দেশের এমপিদের নিয়ে ঢাকায় সেমিনার শুরু

news-image

ডেস্ক রির্পোট : আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সিপিএভূক্ত দেশগুলো একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সোমবার সকালে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ২৬ তম বার্ষিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। চার দিনব্যাপী এই সেমিনারে কমনওয়েথভূক্ত ১৮টি দেশের অর্ধশতাধিক সংসদ সদস্য অংশ নিচ্ছেন।

বঙ্গবন্ধুআন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিপিএ ও জাতীয় সংসদ আয়োজিত এই সেমিনারের উদ্বোধন করেন সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে সিপিএ সেক্রেটারিয়েট-এর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোয়াজিল্যান্ডের সংসদ সদস্য মারউইকটি খুমালো। স্বাগত বক্তৃতা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল। এসময় ডেপুটি স্পিকার আ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াসহ বিভিন্ন দেশের এমপিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও টেকসই উন্নয়নকে নিশ্চিত করার জন্য সিপিএ একটি অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করার প্রয়াসে সংসদীয় রীতি ও পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সিপিএ কাজ করবে। তিনি নেপালে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পূনর্বাসনে সকলের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়। ‘দি কমনওয়েলথ অ্যান্ড দি রোল অফ সিপিএ’ শীর্ষক প্রথম সেমিনারে সভাপতিত্ব করেন সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। সেমিনারে ১৩টি সেশনে আমন্ত্রিত দেশি-বিদেশি পার্লামেন্টারিয়ানরা বক্তব্য উপস্থাপন করবেন। জাতীয় সংসদের পাঁচজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান পাঁচটি সেশনে মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩