রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলছে না যেসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান

news-image

নিজস্ব প্রতিবেদক : যেসব এলাকা বন্যা কবলিত সেসব এলাকার বিদ্যালয়গুলো খোলার বিষয়ে কোনও বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার মাউশি জানায়, বন্যা পরিস্থিতির পর এসব এলাকার স্কুলগুলোতে সুবিধাজনক সময়ে শ্রেণি পাঠদান শুরু করতে হবে। তবে বন্যাকবলিত জেলাগুলোতে যেসব বিদ্যালয় বন্যাকবলিত হয়নি, কিংবা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে না, সেগুলোতে যথাসময়ে শ্রেণি পাঠদান চালু থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, ‘যেসব বিদ্যালয় বন্যাকবলিত সেসব বিদ্যালয় খুলে দিয়ে শ্রেণি পাঠদান করার প্রয়োজন নেই। তারা পরে শ্রেণি পাঠদান শুরু করবে। অনেক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, সে বিষয়টিও গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হবে। ওই নির্দেশনা অনুযায়ী, তারা সরাসরি বিদ্যালয়ে ক্লাস পরিচালনা করবেন না। তবে অনলাইনে ক্লাস পরিচালনা করতে হবে।’

মাউশি জানায়, বন্যায় দেশের প্রায় ১০টি জেলা প্লাবিত হয়েছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র থেকে জানানো হয়, দেশের বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শিগগিরই বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হবে। এছাড়া বন্যায় অনেক বিদ্যালয়ে পানি জমে যায়, সেসব বিদ্যালয়ে ক্লাস হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানের কোনও বাধ্যবাধকতা নেই। বন্যাকবলিতদের পাশে দাঁড়াতে শিক্ষক-কর্মচারীদের নির্দেশনা দেয়া হবে।

প্রসঙ্গত, করোনার কারণে দেড় বছরের বেশি সময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ৫ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হবে। আর বিশ্ববিদ্যালয় খুলে দিতে নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে ইতোমধ্যেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ১৯ দফা নির্দেশনা জারি করেছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে শ্রেণি পাঠদান পরিচালনা করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ হতে পারে

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল

যশোরে গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

চট্টগ্রামে চলছে ৪৮ ঘণ্টার ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় অসন্তুষ্ট অভিভাবকরা

অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা, স্কুল বন্ধ বা অনলাইনে ক্লাস দাবি

বাবর-শাহিনে সমতায় সিরিজ শেষ পাকিস্তানের

কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না: ওবায়দুল কাদের

বান্দরবানে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির ২ সন্ত্রাসী নিহত

আরও ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

তীব্র গরমে মাদরাসাশিক্ষকের মৃত্যু