শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রামেকে আরও ৮ জনের মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে একজন ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন।

শনিবার (২৮ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা সংক্রমণে রাজশাহীর একজন মারা গেছেন। আর উপসর্গে মারা গেছেন-রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন ও পাবনার একজন। মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলে নতুন ভর্তি হয়েছেন ৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৮৪ জন। এছাড়া সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ৯৩ জন ভর্তি রয়েছেন।

করোনা শনাক্তের বিষয়ে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৭৭টি নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হন। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৮৫ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হন পাঁচজন। শনাক্তের হার ৮ দশমিক ৩৩ শতাংশ।