রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উপহারের ঘরে সব জায়গায় ফাটল, বালুর ওপর পলিথিন বিছিয়ে ঢালাই

news-image

জেলা প্রতিনিধি : দেয়াল, মেঝে ও পিলারজুড়ে সর্বত্রই ফাটল। দেখলে মনে হবে ঝুঁকিপূর্ণ কোনো ঘর। কিন্তু এটি পুরোনো কোনো ঝুঁকিপূর্ণ ঘরের চিত্র নয়, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উপহারের ঘরে এমনই বেহাল অবস্থা দেখা গেছে।

নতুন নির্মিত হলেও ঘরগুলোতে উপকারভোগীদের বসবাস শুরুর এক মাস যেতে না যেতেই তৈরি হয়েছে এমন বেহাল দশা। মুন্সিগঞ্জের শিলই ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নির্মিত ৭৭টি ঘরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

একদিকে ফাটল দেখা দেয়া ঘরে থাকতে প্রাণের ভয়, অন্যদিকে থাকার জায়গা না থাকায় নিরূপায় উপহারভোগীরা। এ অবস্থায় প্রশাসন থেকে ঘরগুলো ফের সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

শুধু ফাটলই নয়, এসব ঘর তৈরির ক্ষেত্রে পাওয়া গেছে নানা অনিয়মের তথ্য। ঘরের মেঝে ঢালাই কাজে ইট ব্যবহারের কথা থাকলেও বালির ওপর শুধু পলিথিন বিছিয়ে দেয়া হয়েছে ঢালাই। নকশার চেয়ে ঢালাইয়ের ঘনত্বও কম। ঘরের পিলার আর দেয়ালও নকশায় নির্ধারিত উচ্চতার চেয়ে কম। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

প্রকল্প সূত্রে জানা যায়, প্রথম ধাপে নির্মিত এসব ঘরপ্রতি বরাদ্দ দেয়া হয়েছিল এক লাখ ৭১ হাজার টাকা। চলতি বছরের জানুয়ারি মাসে ঘরগুলো বরাদ্দ দেয়া হলেও নির্মাণকাজ শেষ হয় মার্চে। প্রকল্প এলাকায় বিদ্যুৎ সংযোগের পর এক মাস ধরে উপকারভোগীরা ঘরগুলোতে থাকতে শুরু করেছেন।

সরেজমিনে দেওয়ানকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, অনিয়ম ঢাকতে প্রকল্পের ঘরগুলোতে তড়িঘড়ি করে চলছে সংস্কারকাজ। কম উচ্চতায় নির্মিত দেয়ালের ওপর ইট বসিয়ে শ্রমিকরা ঘরের উচ্চতা বাড়াচ্ছেন। ফাটল দেখা দেয়া ঘরের মেঝে ভেঙে নতুন করে তৈরির চেষ্টা চলছে। সংস্কারকাজের জন্য মেঝের ঢালাই ভাঙার সঙ্গে সঙ্গে দেখা মিলছে ইটের বদলে ব্যবহার করা পলিথিনের সন্ধান। এসব চিত্রও ধারণ করা হয়েছে জাগো নিউজের ক্যামেরায়।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩