শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাচ্ছে ৯০ গৃহহীন পরিবার

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে সারাদেশের ন্যায় আশ্রয়ণ প্রকল্পের-২ আওতায় ২য় দফা গৃহহীনরা পাচ্ছেন তাদের নবনির্মিত ঘর। রবিবার সকালে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য সদর উপজেলা প্রশাসন কর্তৃক নির্মাণাধীন ঘরের অগ্রগতি পরিদর্শন করতে আসেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আব্দুল ওহাব ভুঁইয়া।

জেলা শহরের ধরলা নদীর সন্নিকটে ৮ দশমিক ২৫ একর জমির উপর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৯০টি গৃহ নির্মিত হচ্ছে। ঘরের প্রতিটি কাজ কিভাবে সম্পন্ন করা হয়েছে তা কমিশনার ঘুরে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকির হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ উপস্থিত ছিলেন।