রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে দুই ছাত্রকে পিটিয়েছে ছাত্রলীগ

news-image

ডেস্ক রির্পোট : অনিয়মের প্রতিবাদ করায় ছাত্রলীগ কর্মীদের মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী।

মঙ্গলবার রাতে আলাদা দুটি ঘটনায় আহত তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদ আল মাহাদী ও দ্বিতীয় বর্ষের আলী আহসান ভূইয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন।

দুই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সৌমিত্র ধর ও আরিফ নামে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে।

এদের মধ্যে সৌমিত্র নিজেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করেছেন, যিনি জগন্নাথ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত ধরের ছত্রছায়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতেন বলে শিক্ষার্থীদের অভিযোগ।

আর আটক আরিফ বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি হলে ছাত্রলীগের পদপ্রত্যাশী।

প্রথম ঘটনাটি ঘটে রাত সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবনের ক্যান্টিনে। সেখানে মারধর করা হয় মাসুদ আল মাহাদীকে।

মাসুদের সঙ্গে থাকা সহপাঠী মীর আরশাদুল হক জানান, তারা রাতের খাবার খেতে ওই ক্যান্টিনে গিয়েছিলেন। সেখানে তাদের পাশে আরও দুজন খাবারের অপেক্ষায় বসে ছিলেন।

“ক্যান্টিন বয় এসে ওই দুজনের কাছে টোকেন চাইলে তারা টোকেন ছাড়াই খাবার আনতে বলেন। ক্যান্টিন বয় খাবার আনতে দেরি করায় মাসুদ ওই দুজনকে বলে, টোকেন নিয়ে এলে দ্রুত খাবার পাওয়া যাবে।

“এসময় ওদের একজন বলে ওঠে, ‘তুই আমাকে চিনিস? আমি টোকেন নেব কেন? তোরা কোন হলের’।”

উত্তরে তারা সূর্যসেন হলের কথা বললে ওই দুজন ফোন করে আরও ২০-২৫ জনকে ডেকে এনে মাসুদকে মারধর করে বলে আরশাদুল জানান।

খবর পেয়ে হল প্রাধ্যক্ষ অসীম সরকার ঘটনাস্থলে এসে সৌমিত্র ধর ও অনিক নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে সৌমিত্রকে শাহবাগ থানার উপ-পরিদর্শক মাজাহারুলের কাছে হস্তান্তর করা হয়।

অনিকের ব্যাপারেও একাডেমিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অধ্যাপক অসীম ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোক্টর আমজাদ আলী বলেন, “তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি সুপ্রিয় কুণ্ড রাজেষ বলেন, “ঘটনার কথা শুনেছি, সৌমিত্র ধর হলের বহিরাগত। আর অনিক হল শাখা ছাত্রলীগের কর্মী।

“এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে হল শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে ‘গেস্ট রুম দখলের’ প্রতিবাদ করে বিজয় একাত্তর হলে মারধরের শিকার হন আলী আহসান।

ঘটনার সূত্রপাত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোহেল তানভীরকে হলের গেস্ট রুমে ডেকে নেওয়াকে কেন্দ্র করে।

সোহেল তানভীর জানান, হলে ছাত্রলীগ কমিটির পদপ্রত্যাশী আরিফের সমর্থকরা গেস্ট রুম দখলে রাখতে প্রতিদিনই সাধারণ শিক্ষার্থীদের ফোন করে সেখানে ডেকে নিত।

“মঙ্গলবার রাতে আমাকে গেস্ট রুমে ডেকে নিলে আমি বিষয়টি ফোনে বিভাগের সিনিয়র আলী আহসানকে জানাই। আহসান ভাই গেস্ট রুমে এসে এর প্রতিবাদ করলে আরিফ সঙ্গীদের নিয়ে তাকে মারধর করে।”

অভিযোগ পেয়ে পরে হল কর্তৃপক্ষ প্রোক্টরিয়াল বডির মাধ্যমে আরিফকে আটক করে শাহাবাগ থানা পুলিশের হাতে তুলে দেয় বলে জানান সোহেল।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ এ জে শফিউল আলম ভূইয়া জানান, ঘটনা তদন্তে হলের জ্যেষ্ঠ শিক্ষক রবিউল হককে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হবে। কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩