রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ লাশ হাসপাতালে রেখে স্বামীর স্বজনরা উধাও 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে গৃহবধূর লাশ ফেলে রেখে উধাও হয়ে স্বামীর বাড়ির স্বজনরা। মঙ্গলবার মাকসুদা সুলতানা ঝিনুক (২২) নামে  গৃহবধূকে হত্যার পর লাশ হাসপাতালে ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর পরিবার সূএে জানা যায়, ঝিনুক জেলার কসবার বাদৈর গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। পাঁচ বছর আগে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আইয়ুব আলী খানের ছেলে সোহেল খানের সঙ্গে ঝিনুকের বিয়ে হয়। ওই দম্পতির ঘরে আরিয়ান নামে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। তারা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মেড্ডায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদেরকে ফোন করে জানানো হয়, ঝিনুক নাকি আত্মহত্যা করেছে।
এদিকে ঘটনার পর থেকে ঝিনুকের স্বামী সোহলসহ শশুর বাড়ির লোকজন পালিয়ে গেছেন।
হাসপাতাল মর্গে ওই গৃহবধূর লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। তবে বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।ঝিনুকের পরিবার অভিযোগ করে করেন, ঝিনুকের স্বামী সোহেল মিয়া আগে একটা বিয়ে করেছিলো। ওই স্ত্রীকে তালাক দিয়ে সে ঝিনুককে বিয়ে করে। সম্প্রতি সে তালাক হওয়া বউয়ের সাথে পুনরায় সম্পর্কে জড়ায়। বিষয়টি ঝিনুক জেনে যাওয়ায় ও যৌতুকের দাবিতে ঝিনুককে প্রায়ই মারধোর করতো সোহেল, তার মা ও বোন। ঝিনুকের মা স্বপ্ন আক্তার ও খালাম্মা লাকী আক্তার এ হত্যাকান্ডের বিচার দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুর ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ ইবনে আনোয়ার হোসেন জানান,হাসপাতাল মর্গে ওই গৃহবধূর লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩