শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৭ মে ঢাকায় ডিজিটাল বিনিয়োগ সম্মেলন

news-image

প্রযুক্তি ডেস্ক : রাজধানীর রেডিসন হোটেলের ব্লু ওয়াটার গার্ডেনে আগামী ৭ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ডিজিটাল বিনিয়োগ সম্মেলন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য প্রযুক্তি ও টেলিযোগোযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।

টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী (সিইও) জন ফ্রেডরিখ বাকসাস, কেরিয়ারের নেটওয়ার্কের প্রেসিডেন্ট যৌ ঝিলিই এবং অ্যাকসেঞ্জারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সম্মেলেনে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, টেলিনরের বাংলাদেশের প্রধান প্রতিনিধি হান হেনরিখসন, অ্যাকসেঞ্জারের ব্যবস্থাপনা পরিচালক (যোগাযোগ) রায়হান শামসী ও বেসিসের প্রেসিডেন্ট শামীম আহসান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে পরিণত করার যে ঘোষণা দিয়েছে সরকার, তা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি যৌথভাবে কাজ করার পদক্ষেপ হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, তথ্য প্রযুক্তিখাতে দেশী-বিদেশি বিনিয়োগকারীরা এখনও লক্ষ্যণীয়ভাবে এগিয়ে আসেননি। এ খাতে তাদের সম্পৃক্ত করতে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ডিজিটাল বাংলাদেশ মানে সারা পৃথিবীর সঙ্গে সংযোগ থাকতে হবে। সম্মেলনে হার্ডওয়ার, সফটওয়ার, ইন্টারনেট ডাটা সিস্টেমসহ তথ্য প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। এছাড়া ‍বাংলাদেশে ইন্টারনেট ডাটা সিস্টেমের গতিকে কীভাবে আরও দ্রুত করা সম্ভব তা নিয়েও আলোচনা করা হবে।

‘সবার জন্য ইন্টারনেট’ স্লোগানকে সামনে রেখে নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যেও পরিকল্পনা করা হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশী-বিদেশি প্রায় ৩০টি প্রতিষ্ঠান এ সম্মেলনে অংশ নেবে। টেলিনর গ্রুপ, অ্যাকসেঞ্জার, বেসিস ও বাংলাদেশ সরকারের তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ(আইসিটি) বিভাগের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩