রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে, বিবৃতিতে মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে সরকার দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ দলীয় জোটের অন্যতম শরিক খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক ড. আহমেদ আবদুল কাদেরের গ্রেপ্তারের নিন্দা জানাতে গিয়ে আজ রোববার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। দলটির দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়।

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কন্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল, ভিন্নমত ও স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দেশ পরিচালনা ও করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নিদারুন ব্যর্থতায় জনজীবনে যে নাভিশ্বাস উঠেছে তা থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আন্দোলন-সংগ্রাম দমন করতে সরকার এহেন অরাজক পরিস্থিতি তৈরি করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘গ্রেপ্তার অভিযানের এই ধারাবাহিকতায় গতকাল ২০ দলীয় জোট নেতা খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক ড. আহমেদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত এক মাসে সারাদেশে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। আমি অবিলম্বে খেলাফত মজলিসের মহাসচিবসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং এই গ্রেপ্তার অভিযান বন্ধের দাবি জানাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি