রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে ৯ লাখ মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরুর পর এ পর্যন্ত টিকা নিয়েছেন ৯ লাখ ৩০ হাজার ১৫১ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত দুই ডোজ মিলিয়ে ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নিয়েছেন। এদিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন।

গতকাল একদিনেই টিকা নিয়েছেন এক লাখ ৯৬ হাজার ৯৭৬ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১০ হাজার ৫৭২ জন। এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জন।

৮ এপ্রিল থেকে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়। এরআগে গত ৫ এপ্রিল সকাল থেকে দ্বিতীয় ডোজ টিকার জন্য এসএমএস পাঠানো শুরু হয়েছে। এসএমএসে দেয়া তারিখ অনুযায়ী আগের টিকাদান কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে হবে।

বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেয়া হচ্ছে। এই টিকার দুটি ডোজ নিতে হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরের ৪৭টি টিকাদান কেন্দ্রে বৃহস্পতিবার ২৯ হাজার ৩২৪ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এদিন প্রথম ডোজ নিয়েছেন ২১৭২ জন।

এদিকে বিভাগ ভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ‌সবচেয়ে বেশি ‘৬৩ হাজার ৪১ জন দ্বিতীয় ডোজ’ টিকা নিয়েছেন। এদিন ঢাকা বিভাগে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৩৮১৯ জন।

ময়মনসিংহে ৯ হাজার ৬৯৬ জন, চট্টগ্রামে ৩৮ হাজার ৬১৪ জন, রাজশাহীতে ২২ হাজার ৯১ জন, রংপুরে ১৭ হাজার ১৮৩ জন, খুলনায় ২৪ হাজার ৩৫৭ জন, বরিশালে ৮ হাজার ১৭৩ জন এবং সিলেট বিভাগে ১৩ হাজার ৮২১ জন করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি