রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিমুলিয়ায় ঘরমুখো মানুষের উপচেপড়া চাপ

news-image

মুন্সিগঞ্জ প্রতিনিধি : লকডাউনকে কেন্দ্র করে সোমবারও (৫ এপ্রিল) দিনব্যাপী মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে দেশের দক্ষিণ অঞ্চলের ঘরমুখো মানুষের উপচেপড়া চাপ লক্ষ্য করা গেছে। সকাল থেকে নির্দেশনা অনুযায়ী সীমিত সংখ্যক ফেরি দিয়ে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

বর্তমানে এ নৌরুটের ১৭টি ফেরির মধ্যে চারটি ফেরি সচল রয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের উপ-ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ।

সীমিত সংখ্যক ফেরি চলায় ঘাট এলাকায় আটকা পড়েছে পণ্যবাহী ও ব্যক্তিগত সহস্রাধিক যানবাহন। এদের বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

এদিকে নির্দেশনা মোতাবেক নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

সোমবার সকাল থেকে ফেরির সংখ্যা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন ঘাটে উপস্থিত যাত্রীরা। দুপুর ২টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘সকাল থেকেই ঘাটে পুলিশ মোতায়েন ছিল। দুপুরে যাত্রীরা বিক্ষোভ করলে তা নিয়ন্ত্রণ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হিলাল উদ্দিন জানান, সীমিত সংখ্যক ফেরি চলায় ঘাটে ছোট-বড় মিলিয়ে প্রায় হাজারের অধিক যানবাহন অবস্থান করছে। তাদের ঢাকায় ফিরে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

শিমুলিয়া ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, ‘লকডাউনের প্রথম দিন আজ সকালে যাত্রীদের তেমন চাপ না থাকলেও নির্দেশনা উপেক্ষা করে দুপুর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ঘুরমুখো যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভিড় করেন। রাতে প্রতিকূল আবহাওয়ার কারণে আটকে পড়া যানবাহন মিলিয়ে একটি চাপ তৈরি হয়। তবে রাতে যেসব বাস আটকা পড়েছিল সেগুলো ও ছোট গাড়িগুলো পর্যায়ক্রমে পারাপার করা হচ্ছে। নৌরুটে বর্তমানে রায়পুরা, রানীগঞ্জ, যমুনা ও চাপালো নামের চারটি ফেরি সচল রয়েছে।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩