বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোরে শুরু হয় ম্যারাথনে দৌড়,  অংশ নেন পাঁচ শতাধিক দৌড়বিদ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠ থেকে পাঁচ শতাধিক প্রতিযোগি ম্যারাথনে অংশ নেনন। বুধবার সকাল ৬ টায় ম্যারাথনের উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল।
এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন বাবুল, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যান পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে দুটি গ্রুপ ২১ ও ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন।
প্রতিযোগিতায় ২০ বছরের যুবক থেকে শুরু করে ৫০ উর্ধ্ব বছর বয়সীরাও অংশ নেন। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে। ঢাকা থেকে আসেন বিভিন্ন স্তরের সাংবাদিক বৃন্দ।

এ জাতীয় আরও খবর