সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাকিবের ঈদের ছবি ‘অন্তরাত্মা’, নায়িকা দর্শনা

news-image

বিনোদন প্রতিবেদক : গতকল ‌‘লিডার’(আমিই বাংলাদেশ) নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান। তপু খান পরিচালিত ছবিটিতে নায়িকা হিসেবে থাকছেন চিত্রনায়িকা বুবলী।

একদিন পরই নতুন আরেকটি ছবির খবর দিলেন ঢাকাই ছবির জনপ্রিয় এ নায়ক। ছবিটির বিশেষত্ব হচ্ছে এটি হবে শাকিব খানের ঈদের ছবি। ছবিটিরর নাম ‘অন্তরাত্মা’। নায়িকা থাকছেন কলকাতার দর্শনা বনিক।

ছবিটি আসন্ন ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করে নির্মাণ করা হচ্ছে বল সমকালকে জানান শাকিব ।

‘অন্তরাত্মা’ পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন।এটি প্রযোজনা করছে তরঙ্গ এন্টারটেইনমেন্টের কর্ণধার সোহানী হোসেন। প্রযোজক নিজেই ছবিটর গল্প লিখেছেন। শাকিব খান অভিনীত ‌’সত্তা’ ছবিরও প্রযোজক ও গল্পকার ছিলেন তিনি। যে ছবিটি শাকিব খানের ক্যারিযারের অন্যতম আলোচিত সিনেমা।

বুধবার রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য শাকিব খানকে চুক্তিবদ্ধ করান প্রযোজক সোহানী হোসেন। নতুন সিনেমা অন্তরাত্মা’র মাধ্যমে নতুন বছরে প্রথম সিনেমার শুটিংয়ে নামতে যাচ্ছেন শাকিব খান।

ছবিটি ১ মার্চ থেকে শুটিং শুরু হবে বলে সমকালকে জানান শাকিব খান। আপাতত এ ছবির প্রস্তুতি পর্ব চলছে বলেই জানালেন এ নায়ক।

শাকিব খান বলেন, ‘সোহানী ম্যাডাম যেমন ভালো মানুষ তেমন ভালো একজন প্রযোজক। তার গল্পে অন্যরকম এক ব্যাপার রয়েছে। তার নতুন এই সিনেমায় গল্প এতো ভালো যে আমার মধ্যে একেবারে গেঁথে গেছে। তাই গল্পটি শুনার পরই সিদ্ধান্ত নেই সিনেমাটি আমি করবো।’

অন্যদিকে নির্মাতা ওয়াজেদ আলী সুমন শাকিব খানকে নিয়ে সর্বশেষ ‘ক্যাপ্টেন খান’ ছবি নির্মাণ করেন। এ ছাড়াও এই পরিচালকের শ্যাডো’ নামে আরও একটি ছবি করার কথা রয়েছে শাকিব খানের।

নতুন সিনেমা ‘অন্তরাত্মা’ প্রসঙ্গে ওয়াজেদ আলী সুমন বলেন, মার্চের শুরুতে পাবনা থেকে শুটিং শুরু হবে। শাকিব খান গল্প খুব পছন্দ করেছেন। নায়িকা দর্শনাও চূড়ান্ত। মার্চে টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হবে। সিনেমাটি ঈদ টার্গেট করে নির্মাণ করতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে মুক্তি পাবে ‘অন্তরাত্মা’।

এ জাতীয় আরও খবর

অঝোরে কাঁদলেন অভিনেত্রী মেহজাবীন

ডাম্বুলা থান্ডার্সের বিদেশি আইকন মুস্তাফিজ

ফরিদপুরের সেই ঘটনায় শ্রমিকরা আগুন দেননি : তদন্ত কমিটি

তথ্যপ্রযুক্তিতে ফ্রান্সের সঙ্গে চুক্তি চায় বাংলাদেশ : পলক

এমভি আবদুল্লাহর দায়িত্ব নিতে ২৩ নাবিক কুতুবদিয়ার পথে

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচন ৫ জুন

সৌদি পৌঁছেছেন ৯ হাজার ৪৮৪ হজযাত্রী

দুই দিনের সফরে কাল ঢাকায় আসছেন ডোনাল্ড লু

কলেজে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা

ট্রাক থেকে মুরগি নামালেই চাঁদা দিতে হয় : সাঈদ খোকন

ডোনাল্ড লু’র সফরে ভিসানীতি সহজীকরণে আলোচনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

হাজিদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান