রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৩০০–এর নিচে ক্যারিবীয়দের আটকাতে চান জায়েদ

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর টেস্টের প্রথম দিনটা ৫ উইকেটে ২২৩ রান তুলে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৭৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করা ক্যারিবীয় ব্যাটসম্যান এনক্রুমা বোনার বলেছেন, তাঁদের চাওয়া ৩৫০ রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে ৩০০ রানের মধ্যেই বেঁধে ফেলতে চান বাংলাদেশের মিডিয়াম পেসার আবু জায়েদ। প্রথম দিনের খেলা শেষে এমন প্রত্যাশার কথায় জানিয়েছেন ২ উইকেট নেওয়া এই পেসার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ খেলা হয়েছে পুরো ৯০ ওভার। মিরপুরে কোনো টেস্টের প্রথম এক দিনে এর চেয়ে কম রান কখনো হয়নি। ওয়েস্ট ইন্ডিজ যেমন ভালো করতে পারেনি, বাংলাদেশও নিতে পেরেছে মাত্র ৫ উইকেট।

জায়েদ মনে করেন, প্রথম দিন শেষে সাম্যাবস্থায় আছে ম্যাচ। তবে নিজেদের এগিয়ে নিতে ক্যারিবীয়দের ৩০০ রানের নিচেই আটকাতে চান জায়েদ, ‘আপনি যদি স্কোরকার্ড দেখেন, ৯০ ওভারে ২২৩ করেছে এই উইকেটে। ম্যাচ এখন ৫০-৫০ দুই দলের জন্যই। অবশ্যই আমাদের টেস্ট জেতা প্রয়োজন। আমি মনে করি ওদের ২৭০ থেকে ৩০০–এর মধ্যে আউট করা উচিত।’

আজকের ম্যাচ দিয়ে প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন জায়েদ। ১৮ ওভার বল করে ৪৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তুলনামূলক বিবেচনা করলে তাঁকে সফলই বলতে হবে। এর জন্য সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন জায়েদ, ‘এ জন্য ধন্যবাদ জানাব সৌরভ ভাই (মুমিনুল হক) ও শান্তকে (নাজমুল হোসেন)। কারণ, ওরা বল খুব ভালো মেনটেইন (যত্নআত্তি) করেছে। বল যে চকচকে রইল তাতে আমাদের স্পিনাররাও বড় কারণ।’

তবে মিরপুরের উইকেট থেকে খুব একটা সাহায্য পাওয়া যায়নি বলে জানালেন জায়েদ, ‘যে রকম আশা করেছিলাম, ও রকম ছিল না। উইকেট এখনো ফ্ল্যাট আছে। আমার কাছে মনে হয় আমরা যে রকম আশা করেছিলাম, উইকেট ওই রকম না। আরও সময় লাগবে উইকেটে টার্ন পেতে এবং আমরা যেটা আশা করছি তা পেতে।’

উইকেট থেকে সুবিধা না পেলেও জায়েদ কার্যকারিতা দেখিয়েছেন নিজগুণে। আজ তাঁর বোলিংয়ের লাইন-লেংথ ভালো ছিল। সেদিকেই নজর রেখেছিলেন বলে জানান জায়েদ, ‘আমার পেসটা একটু কম। আমি যখন বোলিং করি, তখন আমার মাথায় থাকে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে হলে আমাকে ভালো লেংথ এবং ভালো লাইনে বোলিং করতে হবে। এ ছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আমি এটাই মাথার মধ্যে রেখে বোলিং করি।’

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি