বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কত বছর বয়স থেকে সঞ্চয় শুরু করবেন?

news-image

অনলাইন ডেস্ক : টাকা সঞ্চয় করা গুরুত্বপূর্ণ এবং আবশ্যক একটি কাজ। ভবিষ্যৎ এ পরিবারের প্রয়োজন বিবেচনা করে টাকা সঞ্চয় করা হয়। মাসিক আয় যতটুকুই হয় না কেন তার থেকে অল্প কিছু হলেও টাকা সংরক্ষণ করার চেষ্টা করুন।

গবেষণা বলছে, একজনের আয়ের শতকরা ১৫ ভাগ সঞ্চয় করা উচিত। টাকা সঞ্চয়ের জন্য বয়সও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বয়স ২০ এর কোঠায় পৌঁছানোর সাথে সাথেই সঞ্চয় শুরু করা উচিত। এই সময় আয়ের শতকরা ৬ ভাগ সঞ্চয় করলেই চলে। বয়স যখন ৩০ এর কোঠায় পৌঁছাবে একসাথে যেমন আয় বাড়বে তেমনি সঞ্চয় বাড়িয়ে আয়ের শতকরা ১৫ ভাগ করতে হবে। এরপর ৪০ এ গেলে বেতন এমনিতে দুই গুণ ও তিন গুণ বেড়ে যায়। সেই সাথে বাড়তে থাকবে সঞ্চয়। কর্মজীবন থেকে অবসর নেওয়ার সময়ও আপনি আটগুণ টাকা হাতে পাবেন যদি আপনি নিয়ম মেনে সঞ্চয় করতে পারেন তাহলে।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর