রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার তথ্য প্রকাশ করায় চীনে এক সাংবাদিকের কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উহানে করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব নিয়ে তথ্য প্রকাশ করার জেরে চীনের একজন সাংবাদিককে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাংবাদিক ঝ্যাং ঝান (৩৭) এর আইনজীবী জানিয়েছেন, দ্বন্দ্ব তৈরি ও পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য উসকানি দেওয়ার দায় চাপানো হয়েছে ঝ্যাং ঝানের ওপর।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণের ব্যাপারে তথ্য প্রকাশ করেছিলেন তিনি। ওই ঘটনার জেরে এ বছরের মে মাসে তাকে আটক করা হয়।

করোনা সংক্রমণের প্রায় এক বছর পর এসে তাকে কারাদণ্ড দেওয়া হলো। এদিকে বেশ কয়েক মাস ধরে অনশনে করছেন ঝ্যাং ঝান। তার আইনজীবীর দাবি, ঝ্যাং ঝানের শারীরিক পরিস্থিতি ভালো নয়। উহানে করোনা সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশ করার জেরে চীনে যেসব সাংবাদিক বিপাকে পড়েছেন, ঝান তাদের একজন।

স্থানীয় সময় সোমবার সকালে ঝ্যাং ঝান সে দেশের সাংহাই আদালতে আইনজীবীর সঙ্গে উপস্থিত হন। অভিযোগে বলা হয়, করোনাভাইরাসে সংক্রমণ নিয়ে স্বাধীনভাবে রিপোর্ট করার জন্য এ বছরের ফেব্রুয়ারি মাসে উহানে গিয়েছিলেন ঝ্যান।

ঝ্যাং ঝানের করা প্রতিবেদনগুলোতে সেখানকার সাংবাদিকদের আটকের তথ্য এবং জবাব চাওয়া পরিবারগুলোকে হয়রানির ঘটনার উল্লেখ ছিল বলে জানিয়েছে চীনের বেসরকারি মানবাধিকার সংস্থা দ্য নেটওয়ার্ক অব চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডার্স (সিএইচআরডি)।

সিএইচআরডি বলছে, এ বছরের ১৪ মে ঝ্যাং ঝান নিখোঁজ হয়ে যান। তার পরদিন জানা যায়, তাকে সাংহাই থেকে চারশ মাইল দূরে আটক করে রেখেছে পুলিশ। এবার তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হলো।

সূত্র: বিবিসি, ডিজিটাল জার্নাল

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩