সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ জনের খালাসের রায় স্থগিত

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারে অপহরণের পর শিশু হত্যায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের রায় ৮ সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ দেন।

এর আগে ৭ ডিসেম্বর আসামিদের আপিল মঞ্জুর এবং ডেথ রেফারেন্স খারিজ করে হাইকোর্ট তিন আসামিকে খালাস দেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

ওই মামলায় দুই আসামি স্বীকারোক্তিমূলক জবাবন্দি দিয়ে হৃদয়কে হত্যার পুরো বর্ণনা করেছেন। যে ফোন দিয়ে চাঁদা দাবি ও হুমকি দেওয়া হয়, সেই ফোন ও সিমকার্ড অন্য আসামি শুক্করের কাছ থেকে উদ্ধার করা হয়। হৃদয়কে স্কুল থেকে ফুঁসলিয়ে ওই তিনজনকে নিতে দেখেছেন একজন সাক্ষী।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ১৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ পৃথক তিনটি আবেদন করে, যা বুধবার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. বশির উল্লাহ।

পরে ডেপুটি অ্যার্টনি জেনারেল মো. বশির উল্লাহ গণমাধ্যমকে বলেন, হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় তিন আসামিকে আপাতত কনডেমড সেলে থাকতে হচ্ছে। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করবে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ জুলাই কক্সবাজার শহরের নুনিয়ারছটার বাসিন্দা নুরুল হকের ছেলে হৃদয়কে (৬) অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন পুলিশ সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শিশুর লাশ উদ্ধার করে।

ওই ঘটনায় ২০১৩ সালের ৬ জুলাই নুরুল হক বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। মামলায় ২০১৪ সালের ২০ এপ্রিল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল খালেক, বাহাদুর মিয়া, আবদুস শুক্কুর ও জসিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ওই মামলায় ২০১৫ সালের ৭ জুন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার রায় দেন। রায়ে জসিমকে খালাস দিয়ে অন্য তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে

হাওরের ৯৭ শতাংশ বোরো ধান কাটা শেষ

প্রশমিত হবে তাপপ্রবাহ, ঝরবে বৃষ্টি

দুই দিনে সোনার দাম বাড়ল ১৭৮৫ টাকা

সারা দেশে কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তবে যেকোনো সময় জ্বলে উঠতে পারে

৬৪ শতাংশ মানুষের বাজেট নিয়ে কোনো প্রত্যাশা নেই: সিপিডি

আমদানি বন্ধে দাম বেড়েছিল হু হু করে, চালুর খবরে কমেছে সামান্য

আরএসএফ’র র‍্যাংকিং পদ্ধতির ভুল আবারও তুলে ধরবো: তথ্য প্রতিমন্ত্রী