শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামাল ভূঁইয়া করোনামুক্ত

news-image

স্পোর্টস ডেস্ক : কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ হওয়ার পরই এসেছিল দুঃসংবাদটা। করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফলে ভারতের আই লিগের দল কলকাতা মোহামেডানের হয়ে তার খেলা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা।

স্বস্তির খবর হলো, খুব দ্রুতই করোনা থেকে সেরে উঠেছেন জামাল। আজ (রোববার) বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, জামালের করোনা নেগেটিভ এসেছে। দুই-একদিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।

জামাল ভূঁইয়া বর্তমানে কাতারে আছেন। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার পর পুরো দল ফিরে আসলেও জামাল ব্যক্তিগত কাজে সেখানে কয়েকদিনের জন্য থেকে যান। তারপরই তিনি করোনাক্রান্ত হন। করোনা পজিটিভ হওয়ার পর তিনি কাতার ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আইসোলেশনে থাকেন।

এদিকে জামাল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কলকাতা মোহামেডান তার জায়গায় এশিয়ান কোটায় অন্য ফুটবলার খুঁজছিল। এখন তিনি সুস্থ হয়ে উঠায় ভারতের এই দলটির হয়ে খেলার সম্ভাবনা আছে।

আগামী বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হবে ভারতের আই লিগ। হাতে এখন মোটামুটি সময় আছে। জামাল ভূঁইয়া এর মধ্যেই পুরোপুরি ফিট হয়ে উঠার কথা।