রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের সাথে আশুগঞ্জের নবাগত ইউএনও‘র মতবিনিময়

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ প্রতিনিধি : সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী।

বুধবার সন্ধ্যায় আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ রাফিউদ্দিন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আক্তারুজ্জামান রঞ্জন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবু আব্দুল্লাহ, সহ সভাপতি মোঃ হাবীবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, দপ্তর সম্পাদক আকতার হোসেন, কার্যকরি পরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম, সাংবাদিক আনোয়ার হোসেন, গোলাম সারোয়ার, খন্দকার রায়হান, তসলিম আহমেদ ও বাবুল সিকদার প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা আশুগঞ্জ উপজেলার বিভিন্ন চিত্র তুলে ধরে নবাগত ইউএনও তার মেধা ও সৃজনশীলতা দিয়ে একটি সুন্দর-সমৃদ্ধ আশুগঞ্জ গড়তে ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় তারা প্রথম ইউএনও রঞ্জিত কুমার সেন, সন্দিপ কুমার সিংহ, আমিরুল কায়সার ও মোঃ নাজিমুল হায়দারসহ পূর্ববর্তী ইউএনওদের সৃজনশীল ভূমিকার কথা তুলে ধরেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী অতীতের ধারবাহিকতায় সুন্দর আশুগঞ্জ গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আপনাদের সার্ভিস দেয়ার জন্যই সরকার আমাকে এখানে পাঠিয়েছে। আমার কাজের মাধ্যমে অতীতে দায়িত্বপালনকারী সারদের মত আমার অবর্তমানে আপনারা আমাকে স্মরণ করবেন- আমিও সেভাবে কাজ করতে চাই।

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩