রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কাউনিয়ায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা : প্রতিবাদে মানববন্ধন

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া উপজেলার শিবু কুঠিরপাড় মুচির বাড়ির সামনে নয়ন নামে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা ও পঙ্গু করার প্রতিবাদে মানববব্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মানববব্ধনে অংশ নেন নয়নের পরিবার ও এলাকাবাসি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ আনুমান রাত ১০ টার দিকে হরিচরণ লস্কর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ফরহাদ হোসেন সরকার নয়ন কাউনিয়া উপজেলার শিবু কুঠিরপাড় বাজার থেকে রিক্সা যোগে বাড়ি যাওয়ার ফেরার পথে মুচির বাড়ির সামনে তার পথ গতিরোধ করে স্থানীয় লেডি কোহিনুর বাহনীর লোকজন।

এসময় একই গ্রামের আজগর আলীর ছেলে রহমত আলী ও তার ভাড়াটিয়া একদল সন্ত্রাস বাহিনী এলোপাতারি ভাবে মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে পঙ্গু করে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসি ঘটনাস্থল থেকে আহত নয়নকে উদ্ধার করে অটোরিক্সা যোগে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার নয়নের অবস্থা গুরুতর দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে এম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তাকে করা হয়। নয়নের অবস্থা সংকটাপন্ন দেখে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়চ্ছে ফরহাদ হোসেন সরকার নয়ন। এঘটনায় নয়নের বড় ভাই ফকরুল আলম বাদি হয়ে কাউনিয়া থানায় ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এঘটনার বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলচ্ছে। মানববন্ধনে নয়নের বড় ভাই ফকরুল আলম বলেন, আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে সে পঙ্গু হতে বসেেেছ। তিনি আরো বলেন, নয়নের সাথে আমার পরিবারকেও প্রাণে মেরে ফেলার হুমকী দিয়েছে আজগর আলীর ছেলে রহমত আলী। প্রধানমন্ত্রীর কাছে আমার ভায়ের বিচার চাই। এই ভাবে যেনো আর কোন মায়ের সন্তানকে কুপিয়ে পুঙ্গু করা না হয়।

এ জাতীয় আরও খবর

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?

ভুল রাজনীতি বেছে নিলে দেশ পিছিয়ে যায় : দীপু মনি

ভোটাররা রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ায় উপস্থিতি কম: ইসি আলমগীর

জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি