বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবি : নিখোঁজ ৫

Tralerডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। রোববার সকাল ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ লঞ্চঘাট এলাকায় এই ট্রলার ডুবির ঘটনাটি ঘটে। তবে ট্রলারটি উদ্ধার করতে ডুবুরিরা এখনো ঘটনাস্থলে পৌঁছেনি। যাত্রীদের পাশাপাশি অতিরিক্ত মালামাল বহনের জন্য এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন যাত্রীরা।

ডুবে যাওয়া ট্রলারের যাত্রীরা জানান, সকালে ভৈরব থেকে ছেড়ে আসা তোতা মিয়ার ট্রলারটি আশুগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতি শেষে কিশোরগঞ্জের অষ্টগ্রামের দিকে ছেড়ে যায়। লঞ্চঘাট থেকে কিছু দূরে যাওয়ার পর ট্রলারটি একপাশে বেঁকে গিয়ে ডুবে যায়। এতে সকলেই তাড়াহুড়া করে বের হয়ে আসে। ট্রলার ডুবির ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন যাত্রীরা। ট্রলারের যাত্রী লিটন জানান, ট্রলারটি আশুগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রলারের ভিতরে ঘুমন্ত অবস্থায় ৫/৬ জন ছিল। তাদেরকে পাওয়া যাচ্ছে না। এছাড়া বাকীরা সাতাঁর কেঁটে তীঁরে উঠে আসে।
 

এ জাতীয় আরও খবর