শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদনে আসছে নতুন দুই ইউনিট

ashugonj power stationনির্ধারিত সময়ের আগেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৩৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরও দুটি নতুন ইউনিট উৎপাদনে আসছে। গ্যাসভিত্তিক এ বিদ্যুৎ ইউনিট দুটি থেকে চলতি মাসের মধ্যেই বাণ্যিজিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। ফলে গ্রীষ্ম মৌসুমের আগেই জাতীয় গ্রিডে যোগ হতে যাচ্ছে ৪৩৫ মেগাওয়াট বিদ্যুৎ। যা দেশের বর্তমান বিদ্যুতের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির অধীনে নতুন বিদ্যুৎ উৎপাদন ইউনিট গড়ে উঠছে। বর্তমানে এ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ইউনিট রয়েছে ৯টি। যার মোট উৎপাদন ক্ষমতা ৭৭৮ মেগাওয়াট। আরও সাড়ে ১৩শ’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪টি নতুন ইউনিট নির্মাণের কাজ একযোগে শুরু হয়েছে।

নতুন দুটি ইউনিটের প্রকল্প পরিচালক প্রকৌশলী অজিত কুমার সরকার জানান, নির্ধারিত সময়ের আগেই ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ও সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ইউনাইটেড পাওয়ার লিমিটেড এর আশুগঞ্জ ২১০ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে এ বিদ্যুৎ ইউনিট দুটির পরীক্ষামূলক উৎপাদন চালু করা হয়েছে। চলতি মাসের মধ্যে পুরো ক্ষমতায় উৎপাদনে আসলে জাতীয় গ্রিডে নতুন করে যোগ হবে ৪৩৫ মেগাওয়াট বিদ্যুৎ। পুরোপুরি উৎপাদনে আনার জন্য কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী মহির আসিফ।

এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম জানান, দুটি কেন্দ্র পুরোপুরি উৎপাদনে আসলে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে এবং দেশের অব্যাহত লোড শেডিংও কমে যাবে। তবে নতুন এ দুটি ইউনিট চলতি মাসে চালু হলে জাতীয় গ্রিডে যেমন ৪৩৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে তেমনি গ্রীষ্ম মৌসুমকে সামনে রেখে দেশের বিদ্যুতের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে।

 

এ জাতীয় আরও খবর

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত

হেলিকপ্টারে আগুন, মৃত্যুর মুখ থেকে বাঁচলেন দেব

শিখ নেতা নিজ্জর হত্যাকাণ্ড : কানাডায় গ্রেপ্তার ৩