রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে আত্মহত্যা করতে বলে ক্ষমা প্রার্থনা

2014-08-20T050449Z_01_SIN40_RTRIDSP_3_CHINA-AUSTRALIA-TYCOON-20-08-2014-07-08-04-442-400x253আন্তর্জাতিক ডেস্ক : ধনকুবের ও রাজনীতিবিদ ক্লিভ পালমার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে আত্মহত্যা করতে বলে তীব্র সমালোচনার মুখে পড়েন এবং বুধবার ক্ষমা চান।
বিশ্ববিদ্যালয়ে তহবিল হ্রাসের সরকারি প্রস্তাবের জবাবে ক্লিভ এই মন্তব্য করেন। এই কয়লা ব্যবসায়ী ২০১৩ সালে পালমের ইউনাইটেড পার্টির প্রধান হিসেবে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। খবর এএফপি’র।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এ কারণে টনি অ্যাবটের আত্মহত্যা করা উচিত।’
তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমগুলোতে নিন্দার ঝড় ওঠে। একটি অত্যন্ত গুরুতর বিষয় নিয়ে তিনি ফাজলামি করেছেন বলে অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
পরে ক্লিভ টুইটারে আত্মপক্ষ সমর্থন করেন।
তিনি বলেন, ‘আজকে ভুল করে আমি টনি অ্যাবটকে উদ্দেশ্য করে আত্মহত্যা শব্দটি ব্যবহার করে ফেলেছি। আমি এটা দিয়ে রাজনৈতিক আত্মহত্যা বুঝাতে চেয়েছি। যাই হোক আমার কোনো অপরাধ হয়ে থাকলে আমি তার জন্য ক্ষমা চাইছি।’

এ জাতীয় আরও খবর