বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার সরকার নিজেদের পকেটের উন্নয়ন চায় না : কাদের

news-image

সাভার প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকার নিজেদের পকেটের উন্নয়ন চায় না। সরকার মন্ত্রী-এমপিদের পকেটের উন্নয়ন নয়, জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়।

সোমবার সাভার উপজেলা পরিষদ চত্বরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল, শুকনো খাবার, শিশুখাদ্য ও শিশুবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এবার এটাই প্রথম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান।

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া নির্দেশ, সারা দেশে একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, শীতে প্রাণহানি না ঘটে। সেজন্য আমরা আজ দলীয়ভাবে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। সরকার ইতোমধ্যে উত্তর জনপদসহ সারাদেশে ৪০ লাখ কম্বল বিতরণ ও শিশুদের মধ্যে প্রায় দুই কোটি টাকার শীতবস্ত্র দিয়েছে। যতদিন শীত থাকবে, ততদিন আমাদের শীতবস্ত্র বিতরণ করা হবে।’

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে ওবায়দুল কাদের বলেন, ‘নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হবে। গরিব মানুষ কষ্ট পাবে না। এই লক্ষ্য আমরা জনগণের সমর্থন চাই।’

‘নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে এই আঁচ পেয়েই ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বিরুদ্ধে বিষোদগার করছে’ বলেও মন্তব্য করেন দলটির এই শীর্ষ নেতা।

ইভিএম ভোটিং বিষয়ে বিএনপি বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ডিজিটাল বাংলাদেশ চায় না। বাংলাদেশে ডিজিটাল ভোটিং তারা চায় না। তাই ইভিএমে ভোট কারচুপির অবান্তর অভিযোগ এনেছেন। অথচ অতীতে ইভিএম পদ্ধতিতে তারাই নির্বাচন করে জয় লাভ করেছে। কিন্তু এখন ইভিএম ভোটিংকে প্রশ্নবিদ্ধ করতে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছে।’

সিটি নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেছেন, ‘ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধে সম্পন্ন হবে। সবাই ভোট দিতে ভোটকেন্দ্রে যাবেন। ’

নিরপেক্ষ নির্বাচন হবে প্রত্যয় ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনে আওয়ামী লীগ হেরে গেলে আমাদের মাথায় আকাশ ভেঙে পরবে না। যে কোনো মূল্যেই হোক সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর নির্বাচন চায় আওয়ামী লীগ।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। বক্তব্য দেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর